‘কানপুর পর্যন্ত পৌঁছবে না বিকাশ!’ ভাইরাল পুলিশের ভিডিও ক্লিপিং
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ভাইরাল হওয়া ওই ক্লিপিং-এ শোনা যাচ্ছে নিজেদের মধ্যে কথা বলছেন কয়েকজন পুলিশকর্তা । একজন অপরজনকে বলছেন.......
#কানপুর: বিকাশ দুবে কানপুর পর্যন্ত পৌঁছবেই না! এমনটা আগে থেকেই জানা ছিল! সম্প্রতি ভাইরাল হওয়া পুলিশের একটি ভিডিও ক্লিপিং দেখে সেই তত্ত্ব আরও জোরদার হচ্ছে ।
তাহলে কি বিকাশকে খতম করে দেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছকে রেখেছিল পুলিশ ? এনকাউন্টারের যে ব্যখ্যা খাড়া করা হচ্ছে, তা কি আসলে পুরোটাই ভিত্তিহীন ? শুক্রবার সকালে স্পেশাল টাস্ক ফোর্সের গাড়িতে করে বিকাশ’কে উত্তরপ্রদেশে নিয়ে আসার সময় তাকে গুলি করে মারা হয় । পুলিশের তরফে জানানো হয়েছে, পালানোর চেষ্টা করছিল বিকাশ । পিস্তল ছিনিয়ে নিয়েছিল সে । আত্মরক্ষার স্বার্থেই তাকে গুলি করা হয়েছে ।
advertisement
কিন্তু প্রথম থেকেই পুলিশের এই যুক্তির বিরোধিতা শুরু করেছেন বিরোধীরা । তাঁদের বক্তব্য, বিকাশকে বাঁচিয়ে রাখলে অনেক বড় বড় মাথারাই মুখোশহীন হয়ে পড়তেন । সে ক্ষেত্রে রাজ্যের বড় বড় আমলা, মন্ত্রী, পুলিশকর্তাদেরও জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল । সে কারণেই এনকাউন্টারের গল্প ফাঁদা হয়েছে । আসলে বিকাশ’কে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আগেই সেরে ফেলেছিল পুলিশ ।
advertisement
advertisement
ভাইরাল হওয়া ওই ক্লিপিং-এ শোনা যাচ্ছে নিজেদের মধ্যে কথা বলছেন কয়েকজন পুলিশকর্তা । একজন অপরজনকে বলছেন, ‘‘বিকাশ দুবে কি কানপুর পর্যন্ত পৌঁছবে ?’’ অন্যজন তাঁকে হেসে বলছেন, ‘বিকাশ কানপুরে পৌঁছবে না ।’’ এরপর থেকেই প্রশ্ন উঠছে কাদের আড়াল করার জন্য মরতে হল বিকাশকে ? তা হলে কি বিরোধীদের সন্দেহই ঠিক ?
advertisement
তবে এই ভিডিও-র সত্যতা আমরা যাচাই করিনি ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2020 11:53 AM IST