হানিপ্রীতের আগাম জামিনের আর্জি খারিজ, আত্মসমর্পণ করতে বলেছে দিল্লি হাইকোর্ট

Last Updated:

রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই নিখোঁজ তার পালিতা কন্যা হানিপ্রীত ৷ অনেকদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

#নয়াদিল্লি: রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই নিখোঁজ তার পালিতা কন্যা হানিপ্রীত ৷ অনেকদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ মঙ্গলবার দিল্লিহাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান হানিপ্রীত ইনসান ৷ তবে তা খারিজ হয়ে গিয়েছে ৷ বরং হানিপ্রীতকে আত্মসমর্পণ করতে বলেছে দিল্লি হাইকোর্ট।
বিচারপতি সঙ্গীতা ধিংড়া সেহগল এদিন জানান, পরিত্রাণের জন্য হানিপ্রীতকে ধরা দিতে হবে ৷ মনে করা হচ্ছে সময় নষ্ট করার জন্য জামিনের আবেদন করেন তিনি ৷ হরিয়ানার পাঁচকুলা আদালতে যে প্রক্রিয়া চলছে তা আরও দেরি করতে এরকম করছেন তিনি ৷
রাম রহিমের গ্রেফতার হওয়ার পর এলাকায় হিংসা ছড়ানো, অশান্তিতে ইন্ধন অভিযোগ রয়েছে হানিপ্রীতের বিরুদ্ধে ৷ গ্রেফতারি থেকে পালিয়ে বেরাচ্ছেন তিনি তাই কোনওরকম জামিন তিনি পাবেন না ৷
advertisement
advertisement
হরিয়ানা পুলিশ হনিপ্রীতের আবেদনের প্রবল বিরোধিতা করে বলে, এটা ‘ফোরাম শপিং করার ছল’! ট্রানজিটে দিল্লি থেকে হরিয়ানা নিয়ে যাওয়ার সময় যাতে গ্রেফতার না করা হয় তাই হানিপ্রীত জামিনের আবেদন করেছেন ৷ প্রশ্ন উঠেছে যে হরিয়ানার বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন ৷ তার পঞ্জাব বা হরিয়ানা হাইকোর্টে আবেদন করা উচিৎ ছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হানিপ্রীতের আগাম জামিনের আর্জি খারিজ, আত্মসমর্পণ করতে বলেছে দিল্লি হাইকোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement