Same sex Couple Marriage: 'ভীষন অসম্ভবে তোমাকে চাই'... সিঁথি রঙিন করে 'অজেয় প্রেমগাথা' সমপ্রেমী দম্পতির
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Same Sex Couple Marriage: সমকামী দুই নারীর বিয়ের সাক্ষী থাকল গোটা দেশ। সব প্রথা ভেঙে এক হলেন বাংলার দুই নারী। গল্পের দুই নায়িকা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
উত্তর প্রদেশঃ সমকামী দুই নারীর বিয়ের সাক্ষী থাকল গোটা দেশ। সব প্রথা ভেঙে এক হলেন বাংলার দুই নারী। গল্পের দুই নায়িকা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। সদ্য চার হাত এক হয়েছে ২৮ বছরের জয়শ্রী রাহুল ও ২৩ বছরের রাখী দাসের। সমকামী এই জুটি তাঁদের বিয়ে করেছেন উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের দেওরিয়ার এক মন্দিরে তাঁরা বিয়ে করেছেন।
দম্পতি দেওরিয়ায় একটি অর্কেস্ট্রায় কাজ করেছিলেন, সেখানেই তাঁদের দেখা। এবং সেখান থেকেই শুরু তাঁদের প্রেমের সম্পর্ক। জয়শ্রী এবং রাখিকে প্রথমে তাঁদের বিয়ের জন্য একটি নোটারি করা হলফনামা জমা দিতে হয়েছিল। তারপরে সোমবার দেওরিয়ার ভাগাড়া ভবানী মন্দিরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। সেখানে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন মুন্না পাল, যাঁর অর্কেস্ট্রায় দুই মহিলা একসঙ্গে কাজ করেন।
advertisement
advertisement
কিছুদিন আগে দীর্গেশ্বরানাথ মন্দিরে এই দম্পতি তাঁদের বিয়ের জন্য আবেদন জানালেও, তা খারিজ হয়। সেই মন্দিরের মহান্ত জগন্নাথ মহারাজ কর্তৃপক্ষের অনুমতি নেই বলে এই মন্দিরে বিয়েতে সায় দেয়নি। ফলে এই সমকামী জুটিকে খুঁজতে হয়েছে অন্য রাস্তা। তারপর, নোটারাইজড হলফনামা জমা করেই তাঁরা বিয়ের পথে হাঁটেন। বিয়ের পর তাঁরা তাঁদের কঠিন পথচলার কথা জানেন। কত বাধা পেড়িয়েছে এই পরিণতি পেতে তাও তাঁরা একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 10:52 AM IST