রাজ্যের মুখ্যসচিব, ডিজি-কে দিল্লিতে তলব! কড়া পদক্ষেপ কেন্দ্রের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের রিপোর্ট পাঠিয়েছিলেন৷ সেখানে বৃহস্পতিবারের ঘটনার জন্য রাজ্য পুলিশ এবং প্রশাসনের গাফলতিকেই দায়ী করেন রাজ্যপাল৷
#কলকাতা: জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার৷ এবার রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আগামী ১৪ ডিসেম্বর তাঁদের দিল্লিতে যেতে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে হাজিরা দিতে বলা হযেছে৷ সাম্প্রতিক কালে কেন্দ্রের এমন পদক্ষেপ নজিরবিহীন৷
বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে দক্ষিণ চব্বিশ পরগণার শিরাকোলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ এ দিনই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের রিপোর্ট পাঠিয়েছিলেন৷ সেখানে বৃহস্পতিবারের ঘটনার জন্য রাজ্য পুলিশ এবং প্রশাসনের গাফলতিকেই দায়ী করেন রাজ্যপাল৷ তার পরেই ডিজি এবং মুখ্যসচিবকে ডেকে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
advertisement
জে পি নাড্ডার কনভয়ের উপরে হামলার ঘটনা যে কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে, বৃহস্পতিবারই ট্যুইট করে তা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজ্যে অরাজকতা চলছে বলেও অভিযোগ করেন তিনি৷ রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে রিপোর্টও চেয়ে পাঠিয়েছিলেন অমিত শাহ৷
advertisement
রাজ্য পুলিশের তরফে অবশ্য দাবি করা হয়, জে পি নাড্ডার কনভয়ে কিছুই হয়নি৷ তবে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছিল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, হামলা নিয়ে নাটক করছেন বিজেপি নেতারা৷
advertisement
তবে রাজ্যের এই যুক্তি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার৷ তাঁদের মতে, রাজ্যে কোনও ভিআইপি সফরে এলে তাঁর নিরাপত্তার যাবতীয় ভার স্থানীয় পুলিশ প্রশাসনের৷ সেই কারণেই ঘটনার দায় এড়াতে পারেন না রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিব৷ সূত্রের খবর, বৃহস্পতিবারের ঘটনা নিয়ে প্রশাসনের এই দুই শীর্ষ আধিকারিকের ব্যাথ্যায় সন্তুষ না হলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2020 11:55 AM IST

