#নয়াদিল্লি: আগামিকাল লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। দেশজুড়ে কড়া নিরাপত্তায় চলছে গণনার প্রস্তুতি ।দেশের প্রত্যেকটি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
ভোট গণনা কেন্দ্র করে অশান্তির আশঙ্কা থেকেই রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে । সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও। রাজ্যের পাশাপাশি সতর্কতা জারি হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও ।
Ministry of Home Affairs alerts the State Chief Secretaries & DsGP regarding possibility of eruption of violence in different parts of the country in connection with the counting of votes tomorrow. MHA asks States and UTs to maintain law & order, peace & public tranquility. pic.twitter.com/0rZ9TNsC2b
— ANI (@ANI) May 22, 2019
যে কোনও অশান্তির ঘটনা ঘটলেই তা রুখতে নির্দেশ দেওয়া হয়েছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lok Sabha elections 2019, Lok Sabha Elections Results 2019, Ministry of Home Affairs