অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা স্বরাষ্ট্রমন্ত্রীর
Last Updated:
#পঞ্জাব: দশেরা উপলক্ষ্যে সেজে উঠেছিল অমৃতসরের চৌরা বাজারের জোরা ফটক ৷ চলছিল রাবণ বধের পালা ৷ কিন্তু আচমকাই ছন্দপতন ৷ রাবণের কাঠপুতুলের ভিতরে থাকা বাজি ফাটতে শুরু করে ৷ আগুনের ফুলকি ছড়িয়ে ছিটিয়ে পড়ে এদিক ওদিক ৷ আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে শুরু করেন দর্শনার্থীরা ৷ বেশ কিছুটা দূরে থাকা রেল লাইনের উপরে উঠে আসেন কয়েকশো দর্শনার্থী ৷ এরপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ৷ ৫০ জনকে পিষে দিল চলন্ত ট্রেন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ ট্যুইটে তিনি বলেন, ‘এই ঘটনায় কোনও বলার ভাষা পাচ্ছিনা ৷ পঞ্জাবে দশেরা উদযাপন একটি বড়সড় অনুষ্ঠান ৷ তারমধ্যেই এই ঘটনা ভীষণ মর্মান্তিক ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি ৷’
Pained beyond words at the loss of precious lives due to a train tragedy during Dussehra festivities in Punjab. My thoughts are with the families of the deceased and prayers with the injured.
— राजनाथ सिंह (@rajnathsingh) October 19, 2018
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2018 9:09 PM IST