‘প্রধানমন্ত্রীই ঠিক, এখনই দেশজোড়া NRC নিয়ে কোনও আলোচনা নয়’, নাগরিকপঞ্জি নিয়ে মত বদল অমিত শাহের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
নাগরিকত্ব সংশোধনী আইনে পরিণত হওয়ার পর দেশজোড়া বিক্ষোভের মুখে সুর বদল অমিত শাহের ৷
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে জিতে আসার পর, নাগরিকত্ব আইন সংসদে পাশ করানোর সময় বার বার জোর গলায় অসমের পর সারা দেশে শীঘ্রই নাগরিকপঞ্জি আনার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ নাগরিকত্ব সংশোধনী আইনে পরিণত হওয়ার পর দেশজোড়া বিক্ষোভের মুখে সুর বদল অমিত শাহের ৷ রবিবার দিল্লি রামলীলা ময়দান থেকে নিজের মন্তব্য বদলে যে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মঙ্গলবার সেই মন্তব্যকেই সমর্থন করে অমিত শাহ বলেন, এখনই সারা দেশে NRC চালু করা নিয়ে কোনও আলোচনা হয়নি ৷
নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি বিতর্কে উত্তাল গোটা দেশ ৷ তার মাঝেই NPR-এ অনুমোদন কেন্দ্রের ৷ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ NPR চালু করতে বদ্ধপরিকর মোদি সরকার ৷ বিরোধীদের আপত্তি উড়িয়েই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরির কাজ শুরু করতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ লাগবে না কোনও নথি, বায়োমেট্রিক তথ্য। মোবাইল অ্যাপেই পাওয়া যাবে NPR-এর যাবতীয় তথ্য, জানাল কেন্দ্র।
advertisement
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অমিত শাহ বলেন,‘ NPR-এর তথ্য NRC-তে ব্যবহার নয় ৷ নাগরিকপঞ্জি ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সম্পূর্ণ আলাদা বিষয় ৷ মন্ত্রিসভা বা সংসদে দেশ জুড়ে এনআরসি করা নিয়ে কোনও আলোচনাই হয়নি। বিরোধীরাই এ নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে।’ একইসঙ্গে NRC ও NPR ইস্যুতে বিরোধীদের বিঁধতেও ছাড়েন না স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বলেন, ‘NRC ইউপিএ সরকারের তৈরি ৷ NRC,NPR নিয়ে ভুল বোঝানো হচ্ছে ৷ সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে ৷ সবকিছুতেই বিরোধিতা ওয়াইসির ৷ কারও নাগরিকত্ব কাড়া হবে না ৷ NPR কারও নাগরিকত্ব কাড়বে না ৷ নাগরিকত্ব দিতেই CAA ৷ সংখ্যালঘুদের ভয় পাওয়ার কিছু নেই ৷ NPR-এ কোনও নথি লাগবে না ৷’
advertisement
advertisement
#WATCH Home Minister Amit Shah to ANI: There is no need to debate this( pan-India NRC) as there is no discussion on it right now, PM Modi was right, there is no discussion on it yet either in the Cabinet or Parliament pic.twitter.com/hgHJ3IBFCO
— ANI (@ANI) December 24, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2019 9:12 PM IST