Holi 2021: দোলে কোথাও ঘুরে আসার প্ল্যান রয়েছে? জেনে নিন স্পেশ্যাল ট্রেনের খুঁটিনাটি!
- Published by:Ananya Chakraborty
Last Updated:
নজর দিতে হবে হোলি স্পেশ্যাল ট্রেনগুলির দিকে। যা প্রতি দিন বা সপ্তাহে নির্দিষ্ট কয়েক দিন একটি নির্দিষ্ট রুটে চলাচল করবে।
#নয়াদিল্লি: করোনার জেরে একটা বছর সে ভাবে কোথাও বেরোনো হয়নি। বছরের শুরুর দিকে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও ফের বাড়তে শুরু করেছে। তবুও সামনে হোলি। তাই উৎসবের মরশুমে সবাই যে যার মতো করে প্ল্যান করতে ব্যস্ত। অনেকেই মেস, হস্টেল বা কাজের জায়গা থেকে বাড়ি ফেরার জন্য আগে-ভাগেই ছুটি নিয়ে ফেলেছেন। অনেকে আবার একঘেয়ে ওয়ার্ক ফ্রম হোম থেকে মুক্তি পেতে দূরে কোথাও ঘুরে আসার প্ল্যান করছেন। এক্ষেত্রে মার্চের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহ থেকেই বাড়বে ট্রেনের ভিড়। তবে করোনার কথাও মাথায় রাখতে হবে। এই পরিস্থিতিতে নজর দিতে হবে হোলি স্পেশ্যাল ট্রেনগুলির দিকে। যা প্রতি দিন বা সপ্তাহে নির্দিষ্ট কয়েক দিন একটি নির্দিষ্ট রুটে চলাচল করবে।
দেখে নেওয়া যাক এবারের হোলিতে কোন কোন স্পেশ্যাল ট্রেন চলছে-
০৩৫১২ আসানসোল-টাটানগর স্পেশ্যাল ট্রেন (রবিবার, মঙ্গলবার ও শুক্রবার)
০৩৫১১ টাটানগর-আসানসোল স্পেশ্যাল ট্রেন (রবিবার, মঙ্গলবার ও শুক্রবার)
advertisement
০৩৫০৯ আসানসোল-গোন্ডা স্পেশ্যাল ট্রেন (সোমবার)
০৩৫০৭ আসানসোল-গোরখপুর স্পেশ্যাল ট্রেন (শুক্রবার)
০২৩৩৫ ভাগলপুর-লোকমান্য তিলক T স্পেশ্যাল ট্রেন (প্রতি দিন)
০২৩৩৬ লোকমান্য তিলক T-ভাগলপুর স্পেশ্যাল ট্রেন (প্রতি দিন)
advertisement
০৩৫১০ গোন্ডা-আসানসোল স্পেশ্যাল ট্রেন (বুধবার)
০৩৫০৮ গোরখপুর-আসানসোল স্পেশ্যাল ট্রেন (শনিবার)
০৩৪০২ দানাপুর-ভাগলপুর স্পেশ্যাল ট্রেন (প্রতি দিন)
০৩৪১৯ ভাগলপুর-মুজফ্ফরপুর স্পেশ্যাল ট্রেন (প্রতি দিন)
০৩৪২০ মুজফ্ফরপুর-ভাগলপুর স্পেশ্যাল ট্রেন (প্রতি দিন)
০৩০২৩ হাওড়া-গয়া স্পেশ্যাল ভায়া সাহিবগঞ্জ ট্রেন (প্রতি দিন)
০৩০২৪ গয়া-হাওড়া স্পেশ্যাল ভায়া সাহিবগঞ্জ ট্রেন (প্রতি দিন)
০২৩১৫ কলকাতা-উদয়পুর সিটি স্পেশ্যাল ট্রেন (বৃহস্পতিবার)
advertisement
০২৩১৬ উদয়পুর সিটি-কলকাতা স্পেশ্যাল ট্রেন (সোমবার)
০২৩৬১ আসানসোল-CST মুম্বই স্পেশ্যাল ট্রেন (রবিবার)
০২৩৬২ CST মুম্বই-আসানসোল স্পেশ্যাল ট্রেন (বুধবার)
০৩০০২ সিউড়ি-হাওড়া স্পেশ্যাল ট্রেন (প্রতিদিন)
০৩৫০৬ আসানসোল-দিঘা স্পেশ্যাল ট্রেন (রবিবার)
০৩৫০৫ দিঘা-আসোনসোল স্পেশ্যাল ট্রেন (রবিবার)
০৩৪১৮ মালদা টাউন-দিঘা স্পেশ্যাল ট্রেন (বৃহস্পতিবার)
০৩৪১৭ দিঘা-মালদা টাউন স্পেশ্যাল ট্রেন (বৃহস্পতিবার)
০৩৪২৫ মালদা টাউন-সুরাত স্পেশ্যাল ট্রেন (শনিবার)
advertisement
০৩৪১৫ মালদা টাউন-পটনা স্পেশ্যাল ট্রেন (বুধবার, শুক্রবার ও রবিবার)
০৩৪১৬ পটনা-মালদা টাউন স্পেশ্যাল ট্রেন (বৃহস্পতিবার, শনিবার ও সোমবার)
০৩১৬৫ কলকাতা-সীতামারি স্পেশ্যাল ট্রেন (রবিবার)
০৩১৬৬ সীতামারি-কলকাতা স্পেশ্যাল ট্রেন (রবিবার)
০৩৫০২ আসানসোল-হলদিয়া স্পেশ্যাল ট্রেন (রবিবার বাদে প্রতি দিন চলে)
০৩৫০১ হলদিয়া-আসানসোল স্পেশ্যাল ট্রেন (রবিবার বাদে প্রতি দিন চলে)
তবে গন্তব্যে রওনা দেওয়ার আগে ট্রেনের সময়সূচী ভালো করে দেখে নিতে হবে। প্রয়োজনে IRCTC-র ওয়েবসাইট থেকে ঘুরে আসা যেতে পারে। পাশাপাশি করোনার কথা মাথায় রেখে যাবতীয় স্বাস্থ্যবিধি পালন করতে হবে। সম্প্রতি রেল মন্ত্রকের তরফে ট্যুইটের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। মন্ত্রকের আবেদন, করোনা পরিস্থিতিতে ট্রেনে করে দূরে কোথাও যাওয়ার আগে বিভিন্ন রাজ্যের সমস্ত বিধিনিষেধ দেখে নিতে হবে যাত্রীদের। অনেক রাজ্যেই RT-PCR বাধ্যতমূলক করা হয়েছে। সেই বিষয়েও বিশদে জানতে হবে। এছাড়া মাস্ক ব্যবহার করতে হবে। সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যাত্রাকালে সঙ্গে রাখতে হবে থ্রি-লেয়ারড মাস্ক। হ্যান্ড স্যানিটাইজার, ডিজইনফেক্টিং ওয়াইপ, সাবান-সহ প্রয়োজনীয় সমস্ত সরঞ্জামও গুছিয়ে নিতে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2021 11:33 AM IST