ধাক্কা মেরে পালাল ভ্যান, সাহায্য না পেয়ে পথেই মৃত্যু নিরাপত্তারক্ষীর
Last Updated:
ডেলিভারি ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হয় রাস্তায় পড়ে রয়েছেন এক নিরাপত্তারক্ষী ৷ ব্যাথায় কাতরাছেন ব্যক্তি তবুও তাকে সাহায্য করতে এল না কেউই ৷
#নয়াদিল্লি: ডেলিভারি ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হয় রাস্তায় পড়ে রয়েছেন এক নিরাপত্তারক্ষী ৷ ব্যাথায় কাতরাছেন ব্যক্তি তবুও তাকে সাহায্য করতে এল না কেউই ৷ দিল্লির সুভাষ নগর এলাকায় আহত অবস্থায় নিরাপত্তারক্ষীকে দেখেও সাহায্য না করে চলে গেলেন পথচারীরা৷ বরং এই সুযোগে একজন তার মোবাইল নিয়ে পালিয়ে গেল ৷
পুরো ঘটনাটি মেরাজ সিনামা হলে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ভোররাতে একটি ডেলিভারি ভ্যান ৩৫ বছরের মতিবুলকে ধাক্কা দিয়ে সেখান থেকে চম্পট দেয় ৷
ভোর তিনটের সময় নিজের কাজ শেষ করে তিহার গ্রামে বাড়ি ফিরছিলেন মতিবুল ৷ সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে ঘোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ৷ ফুটেজে দেখা গিয়েছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ডেলিভারি ভ্যান ধাক্কা মারে মতিবুলকে ৷ ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি। একজন রিক্সাচালক এই সুযোগে তার কাছে গিয়ে মোবাইল নিয়ে পালিয়ে যায় ৷
advertisement
advertisement
কোনও সাহায্য ছাড়াই রাস্তায় পড়ে থেকেই মৃত্যু হয় মতিবুলের সময়মতো হাসপাতলে নিয়ে যাওয়া হলে হয়তো প্রাণে বেঁচে যেতে তিনি ৷ পুলিশ একটি মৃতদেহ রাস্তায় পড়ে থাকার খবর পায় সকাল ৭টার সময় ৷ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ৷
ডেলিভারি ভ্যানের চালককে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2016 12:39 PM IST