Big Breaking| Himachal HRTC Bus Accident: হিমাচলে সাংঘাতিক দুর্ঘটনা, ১৫০ মিটার নীচে খাদে পড়ে গেল HRTC বাস! ২০ থেকে ২৫ জন আহত, বহু লোকের মৃত্যুর আশঙ্কা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাটি বেশ গুরুতর বলে খবর।
হিমাচলপ্রদেশে সাংঘাতিক দুর্ঘটনা। মান্ডির সারকাঘাটে খাদে পড়ে গেল বাস। দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাটি বেশ গুরুতর বলে খবর। বহু লোকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। বর্তমানে ডিএসপি সারকাঘাট ঘটনাস্থলে গিয়েছেন।

advertisement
সূত্রের খবর, মান্ডি জেলার সারকাঘাটের মাসরেনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। রাত ৯টা নাগাদ মাসরেনের ট্রাংলা গ্রামের একটি বাঁক থেকে বাসটি খাদে পড়ে যায়। ট্রাংলার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ সকালে আমাদের বাড়ির কাছে একটি বাস খাদে পড়ে গিয়েছে।’ তবে দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তা তিনি জানাননি।
advertisement
প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, ট্রেনটি সরকাঘাট-জামনি দুর্গাপুর রুটে যাচ্ছিল, মাসেরানের কাছে দুর্ঘটনার শিকার হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 10:54 AM IST

