#উদয়পুর: আম্বানি পরিবারে সামনেই বড়সড় অনুষ্ঠান ৷ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির একমাত্র কন্যা ইশা আম্বানির বিয়ে বলে কথা৷ সেই বিয়েরই ধুমধাম আয়োজন শুরু হল শুভ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৷
সেজে উঠছে উদয়পুর। স্বাভাবিকভাবেই কোনও কার্পণ্য রাখছেন না আম্বানি। আগামী ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আম্বানি কন্যা ঈশা আম্বানি। শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ঈশা। এর আগে ৮ ও ৯ ডিসেম্বর দুই পরিবার মেতে উঠবে প্রি-ওয়েডিং সেরিমনিতে। শনিবার বিকেল পাঁচটা থেকে শুরু হবে সেলিব্রেশন।
আরও পড়ুন: ঐশ্বর্য থেকে সলমন, ইশা আম্বানির প্রি-ওয়েডিং সেলিব্রেশনে তারকার ঢল
আর সেই অনুষ্ঠানে যোগ দিতে এদিন হাজির হয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ৷ আজ শনিবার তিনি রাজস্থানে পৌঁছন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hillary Clinton, Isha Ambani Anand Piramal Wedding, Isha Ambani Anand Piramal Wedding celebrations