মানা হয়নি পরিবেশ আইন, তাই ভেঙে ফেলা হচ্ছে একের পর এক বহুতল!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পরিবেশ সংক্রান্ত আইন না মেনে বহুতল বানালে তা ভেঙে ফেলতে হবে৷ চার মাস আগে সুপ্রিম কোর্ট এমন নির্দেশ দিয়েছিল৷
#কোচি: পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেড়ে ওঠা একের পর এক হাইরাইজ! সেই হাইরাজেই পড়ল কোপ৷ ভেঙে ফেলা হল এই ধরণের বেআইনি নির্মান৷ শনিবার প্রায় ৩৫০ ফ্ল্যাট নিয়ে তৈরি ৪টি এমন বড় বিল্ডিং ভেঙে ফেলা হয় নিমষে৷ বহুতল ভাঙার কাজ চলবে রবিবারও৷ বসতি এলাকায় এভাবে ভাঙচুরের ফলে বেঘর হলেন অনেকে৷
জলাধার ঘিরে একের পর এক বহুতল মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কেরেলার কোচিতে৷ কোনও রকম পরিবেশ আইন না মেনেই এভাবে জলাধারের সামনে দিয়ে তৈরি হয়েছে আকাশচুম্বি বহুতল৷ পরিবেশ সংক্রান্ত আইন না মেনে বহুতল বানালে তা ভেঙে ফেলতে হবে৷ চার মাস আগে সুপ্রিম কোর্ট এমন নির্দেশ দিয়েছিল৷ সেই নির্দেশ মেনে এই ধরণের বাড়ি ভাঙার কাজ চলছে আপাতত৷ শনিবার কোচির ১৯ তলার হোলি ফেইথ নামক কমপ্লেক্স ভেঙে ফেলা হয়, যা দেখতে ভিড় জমে এলাকায়৷ এরফলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই বাড়িটির আশেপাশের এলাকা আটকে দেয় পুলিশ৷
advertisement
আরও পড়ুন #CAA:শরণার্থীদের কি পাকিস্তানে ফের আত্যাচারের মুখে ফিরিয়ে দিতে পারি?যুব সমাজকে প্রশ্ন মোদির
advertisement
বাড়িগুলির ভাঙার সময় চারিদিক ধুলিকণায় ঢেকে যায়৷ বিরাট জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে বাড়ির ধ্বংসাবশেষ৷ প্রচুর পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয় বাড়ি ভাঙার কাজে৷ ভাঙনের কাজ নির্বিঘ্নে করা গিয়েছে৷ কোনও ক্ষতি বা হতাহতের খবর নেই বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ প্রসাশন৷ তবে এর জন্য সবরকম ব্যবস্থা করেছিল পুলিশ৷ প্রায় দু’হাজার আবাসিককে আগে থেকেই নোটিস দেওয়া হয়েছিল বাড়ি খালি করার জন্য৷ নির্দিষ্ট এলাকা দিয়ে ট্রাফিক ব্যবস্থা ঘুরিয়ে দেওয়া হয়েছিল৷ ঘড়ছাড়াদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 12, 2020 12:55 PM IST