আন্দামানেও এবার হাই স্পিড ব্রডব্যান্ড, উন্নত মোবাইল পরিষেবা! OFC দিয়ে জুড়ল চেন্নাই- পোর্ট ব্লেয়ার

Last Updated:

এ দিন প্রকল্পের উদ্ধোধন করে প্রধানমন্ত্রী বলেন, এবার থেকে দেশ তথা গোটা বিশ্বের সঙ্গে আন্দামানের মানুষের যোগাযোগ আরও সহজ হবে৷

#নয়াদিল্লি: সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে চেন্নাইয়ের সঙ্গে যুক্ত করা হল পোর্ট ব্লেয়ারকে৷ এ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর ফলে আন্দামানে হাই- স্পিড ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া সম্ভব হবে৷ উন্নত হবে টেলি যোগাযোগ ব্যবস্থা৷ যার ফলে আন্দামানের অর্থনৈতিক উন্নতি হবে বলে জানান প্রধানমন্ত্রী৷
এ দিন প্রকল্পের উদ্ধোধন করে প্রধানমন্ত্রী বলেন, এবার থেকে দেশ তথা গোটা বিশ্বের সঙ্গে আন্দামানের মানুষের যোগাযোগ আরও সহজ হবে৷ আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, এটি তা পূরণ করার একটি ধাপ বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷
সমু্দ্রের নীচ দিয়ে আন্দমানের সঙ্গে দেশের মূল ভূখণ্ডকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যুক্ত করার ফলে আন্দামানে হাই স্পিড ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া সম্ভব হবে৷ শুধু তাই নয়, মোবাইল এবং টেলিফোনে যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে৷ প্রধানমন্ত্রী বলেন, এর ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অর্থনৈথিক উন্নতি যেমন তরান্বিত হবে, সেরকমই সেখানকার বাসিন্দারা সহজেই টেলি- মেডিসিন, টেলি- এডুকেশনের সুবিধে নিতে পারবেন৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী বলেন, 'আজকের দিনটি শুধুমাত্র আন্দামান নিকোবরে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জন্যই নয়, গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ৷' নরেন্দ্র মোদি আরও বলেন, 'এই প্রকল্প যত বড় মাপের ছিল, চ্যালেঞ্জও ততটাই কঠিন ছিল৷ এই কারণেই প্রয়োজন থাকা সত্ত্বেও এত বছরে এই কাজ করা সম্ভব হয়নি৷ আজ আমি খুশি যে সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত এই প্রকল্প সম্পন্ন হয়েছে৷'
advertisement
এই সাবমেরিন কেবলের মাধ্যমেই পোর্ট ব্লেয়ারের সঙ্গে হ্যাভলক আইল্যান্ড, লিটল আন্দামান, কার নিকোবর, কামোরটা, গ্রেট নিকোবর, লং আইল্যান্ড এবং রানঘাটকে যুক্ত করা হবে৷ ফলে এই ছোট ছোট দ্বীপগুলির যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে৷ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আন্দামানে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বাংলা খবর/ খবর/দেশ/
আন্দামানেও এবার হাই স্পিড ব্রডব্যান্ড, উন্নত মোবাইল পরিষেবা! OFC দিয়ে জুড়ল চেন্নাই- পোর্ট ব্লেয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement