আন্দামানেও এবার হাই স্পিড ব্রডব্যান্ড, উন্নত মোবাইল পরিষেবা! OFC দিয়ে জুড়ল চেন্নাই- পোর্ট ব্লেয়ার

Last Updated:

এ দিন প্রকল্পের উদ্ধোধন করে প্রধানমন্ত্রী বলেন, এবার থেকে দেশ তথা গোটা বিশ্বের সঙ্গে আন্দামানের মানুষের যোগাযোগ আরও সহজ হবে৷

#নয়াদিল্লি: সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে চেন্নাইয়ের সঙ্গে যুক্ত করা হল পোর্ট ব্লেয়ারকে৷ এ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর ফলে আন্দামানে হাই- স্পিড ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া সম্ভব হবে৷ উন্নত হবে টেলি যোগাযোগ ব্যবস্থা৷ যার ফলে আন্দামানের অর্থনৈতিক উন্নতি হবে বলে জানান প্রধানমন্ত্রী৷
এ দিন প্রকল্পের উদ্ধোধন করে প্রধানমন্ত্রী বলেন, এবার থেকে দেশ তথা গোটা বিশ্বের সঙ্গে আন্দামানের মানুষের যোগাযোগ আরও সহজ হবে৷ আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, এটি তা পূরণ করার একটি ধাপ বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷
সমু্দ্রের নীচ দিয়ে আন্দমানের সঙ্গে দেশের মূল ভূখণ্ডকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যুক্ত করার ফলে আন্দামানে হাই স্পিড ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া সম্ভব হবে৷ শুধু তাই নয়, মোবাইল এবং টেলিফোনে যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে৷ প্রধানমন্ত্রী বলেন, এর ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অর্থনৈথিক উন্নতি যেমন তরান্বিত হবে, সেরকমই সেখানকার বাসিন্দারা সহজেই টেলি- মেডিসিন, টেলি- এডুকেশনের সুবিধে নিতে পারবেন৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী বলেন, 'আজকের দিনটি শুধুমাত্র আন্দামান নিকোবরে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জন্যই নয়, গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ৷' নরেন্দ্র মোদি আরও বলেন, 'এই প্রকল্প যত বড় মাপের ছিল, চ্যালেঞ্জও ততটাই কঠিন ছিল৷ এই কারণেই প্রয়োজন থাকা সত্ত্বেও এত বছরে এই কাজ করা সম্ভব হয়নি৷ আজ আমি খুশি যে সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত এই প্রকল্প সম্পন্ন হয়েছে৷'
advertisement
এই সাবমেরিন কেবলের মাধ্যমেই পোর্ট ব্লেয়ারের সঙ্গে হ্যাভলক আইল্যান্ড, লিটল আন্দামান, কার নিকোবর, কামোরটা, গ্রেট নিকোবর, লং আইল্যান্ড এবং রানঘাটকে যুক্ত করা হবে৷ ফলে এই ছোট ছোট দ্বীপগুলির যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে৷ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আন্দামানে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আন্দামানেও এবার হাই স্পিড ব্রডব্যান্ড, উন্নত মোবাইল পরিষেবা! OFC দিয়ে জুড়ল চেন্নাই- পোর্ট ব্লেয়ার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement