রাজীব মামলার শুনানিতে যা বললেন বিচারপতি...
Last Updated:
#কলকাতা: হাইকোর্টে রাজীব কুমার মামলার শুনানি৷ আইনজীবীদের সওয়াল জবাব শুরু৷ ৫ দিন ধরে ৩৩ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ চলেছে৷ এরপর জিজ্ঞাসাবাদ বন্ধ করে দেয় সিবিআই৷ রাজীব কুমারের ওপর থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নেওয়ার আবেদন সুপ্রিম কোর্টে জানিয়েছে সিবিআই৷ শুধু রাজীবকে গ্রেফতারের জন্যই এই পদক্ষেপ বলেই মনে করছে আইনজীবী মহল৷ এই পদক্ষেপ আইনে নজিরবিহীন৷ হাইকোর্টে দাবি করেছেন রাজীব কুমারের আইনজীবীর৷
সাদরাকাণ্ডে একটি ডায়রির কথা উল্লেখ করা হয়েছিল৷ সাংসদ-বিধায়করা কত টাকা নিয়েছেন, ডায়রিতে সেই টাকা লেনদেনের তথ্য রয়েছে৷ তবে সেই সেই ডায়রি পাওয়া যাচ্ছে না এবং সেই ডায়রি নিয়ে কোনও সদুত্তরও দিতে পারেননি রাজীব৷ সারদা মামলায় রাজীবই শেষ কথা ছিলেন৷ তাই রাজীবকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই৷
হাইকোর্টে এমনই দাবি সিবিআইয়ের আইনজীবীর৷ রাজীব কুমারকে সাক্ষী হিসেবে চার্জশিটে দেখানো হয়নি, যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতির৷ হাইকোর্টে সাময়িক স্বস্তি রাজীব কুমারের ৷ আপাতত রাজীবকে গ্রেফতার করা যাবেনা ৷ অন্তর্বর্তী রক্ষাকবচ আপাতত কলকাতার প্রাক্ত নগরপালকে গ্রেফতার করতে পারবে না সিবিআই ৷
advertisement
advertisement
Location :
First Published :
May 30, 2019 4:46 PM IST