কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের মন্ত্রীসভার বণ্টন, এক নজরে দেখে নিন

Last Updated:

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে এইচডি কুমারস্বামী শপথগ্রহণ করেছিলেন ২৩ মে ২০১৮ ৷ ঠিক শপথ গ্রহণের ৮ দিনের মাথায় কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের মন্ত্রীসভার বণ্টন সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ৷ তবে মন্ত্রীসবা বণ্টন নিয়ে আপাতত কোনও অসন্তোষ চোখে পড়েনি ৷

#বেঙ্গালুরু:  কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে এইচডি কুমারস্বামী শপথগ্রহণ করেছিলেন ২৩ মে ২০১৮ ৷ ঠিক শপথ গ্রহণের ৮ দিনের মাথায় কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের মন্ত্রীসভার বণ্টন সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ৷ তবে মন্ত্রীসবা বণ্টন নিয়ে আপাতত কোনও অসন্তোষ চোখে পড়েনি ৷
সূত্রের খবর গৃহমন্ত্রক থাকছে কংগ্রেসের হাতে সেখানে অর্থমন্ত্রক নিজেদের হাতেই রাখছে জেডিএস ৷ এরই মাঝে দুদল বার্তা দিয়েছে আগামী লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়ার ৷
ছবি সৌজন্যে ট্যুইটার ছবি সৌজন্যে ট্যুইটার
advertisement
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কংগ্রেস-জেডিএস জোট করকারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ আশাবাদী আগামী ৫ বছর কাঁধে কাধ মিলিয়েই চলবে সরকার ৷ মানবে জনতার রায় অক্ষরে অক্ষরে ৷
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক কংগ্রেস-জেডিএসের প্রাপ্ত দফতর
কংগ্রেস পেয়েছে - স্বরাষ্ট্র, সেচ, বেঙ্গালুরু উন্নয়ন পর্ষদ, স্বাস্থ্য, রাজস্ব, শহর বিকাশ, গ্রামীণ বিকাশ, কৃষি, বাস, চিকিৎসা, শিক্ষা, সামাজিক কল্যাণ, বনদফতর, শ্রম দফতর, শিশু ও মহিলা বিকাশ দফতর, খাদ্য ও নাগরিক স্বাচ্ছন্দ, আইন, সংসদ বিষয়, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া ও যুব কল্যাণ দফতর, পরিবহন সহ আরও কিছু দফতর ৷
advertisement
জেডিএস পেয়েছে - তথ্য, অর্থ, বিদ্যুৎ, অন্যায় মূলক, পর্যটন, শিক্ষা, জনগণনা, পশুপালন, মৎসশিল্প, রেশম শিল্প, বিনিয়োগ, সংখ্যালঘু বিকাশ দফতর ৷ এ ছাড়াও আরও কিছু দফতর পেতে পারে তারা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের মন্ত্রীসভার বণ্টন, এক নজরে দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement