কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের মন্ত্রীসভার বণ্টন, এক নজরে দেখে নিন
Last Updated:
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে এইচডি কুমারস্বামী শপথগ্রহণ করেছিলেন ২৩ মে ২০১৮ ৷ ঠিক শপথ গ্রহণের ৮ দিনের মাথায় কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের মন্ত্রীসভার বণ্টন সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ৷ তবে মন্ত্রীসবা বণ্টন নিয়ে আপাতত কোনও অসন্তোষ চোখে পড়েনি ৷
#বেঙ্গালুরু: কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে এইচডি কুমারস্বামী শপথগ্রহণ করেছিলেন ২৩ মে ২০১৮ ৷ ঠিক শপথ গ্রহণের ৮ দিনের মাথায় কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের মন্ত্রীসভার বণ্টন সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ৷ তবে মন্ত্রীসবা বণ্টন নিয়ে আপাতত কোনও অসন্তোষ চোখে পড়েনি ৷
সূত্রের খবর গৃহমন্ত্রক থাকছে কংগ্রেসের হাতে সেখানে অর্থমন্ত্রক নিজেদের হাতেই রাখছে জেডিএস ৷ এরই মাঝে দুদল বার্তা দিয়েছে আগামী লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়ার ৷
advertisement
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কংগ্রেস-জেডিএস জোট করকারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ আশাবাদী আগামী ৫ বছর কাঁধে কাধ মিলিয়েই চলবে সরকার ৷ মানবে জনতার রায় অক্ষরে অক্ষরে ৷
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক কংগ্রেস-জেডিএসের প্রাপ্ত দফতর
কংগ্রেস পেয়েছে - স্বরাষ্ট্র, সেচ, বেঙ্গালুরু উন্নয়ন পর্ষদ, স্বাস্থ্য, রাজস্ব, শহর বিকাশ, গ্রামীণ বিকাশ, কৃষি, বাস, চিকিৎসা, শিক্ষা, সামাজিক কল্যাণ, বনদফতর, শ্রম দফতর, শিশু ও মহিলা বিকাশ দফতর, খাদ্য ও নাগরিক স্বাচ্ছন্দ, আইন, সংসদ বিষয়, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া ও যুব কল্যাণ দফতর, পরিবহন সহ আরও কিছু দফতর ৷
advertisement
জেডিএস পেয়েছে - তথ্য, অর্থ, বিদ্যুৎ, অন্যায় মূলক, পর্যটন, শিক্ষা, জনগণনা, পশুপালন, মৎসশিল্প, রেশম শিল্প, বিনিয়োগ, সংখ্যালঘু বিকাশ দফতর ৷ এ ছাড়াও আরও কিছু দফতর পেতে পারে তারা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2018 7:46 PM IST