আস্ত হেলিকপ্টার নিখোঁজ! মাউন্ট এভারেস্টের সামনে ভয়ঙ্কর ঘটনা, শুরু তল্লাশি অভিযান

Last Updated:

Helipcopter clash: ৬ জন সওয়ারী নিয়ে নিখোঁজ আস্ত হেলিকপ্টার। নেপালে ভয়ঙ্কর কাণ্ড।

কাঠমাণ্ডু:  নেপালের মাউন্ট এভারেস্টের কাছে ৬ জন সওয়ারী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ। হেলিকপ্টারটির খোঁজ শুরু হয়েছে। জানা যাচ্ছে, আকাশে ওড়ার কয়েক মিনিট পরই হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের আধিকারি প্রতাপ বাবু তিওয়ারি জানিয়েছেন, 9N-AMV হেলিকপ্টারটি ওড়ার মাত্র ১৫ মিনিট পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন- ছেলেদের মতোই মেয়েদের বিয়ের বয়সও ২১ করা হোক; চাইছেন ৭৮.৭% মুসলিম মহিলা
‘কাঠমান্ডু পোস্ট’-জানাচ্ছে, নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধিকর্তা জ্ঞানেন্দ্র ভুল বলেছেন, মানং এয়ারের হেলিকপ্টার 9N-AMV সকাল ১০টা বেজে চার মিনিটে সোলুখুম্বু জেলার সুরকে বিমানবন্দর থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ওড়ে।
advertisement
advertisement
জ্ঞানেন্দ্র ভুল বলেন, সকাল ১০টা ১৩ মিনিটে ১২ হাজার ফুটের বেশি উচ্চতায় হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সিনিয়র পাইলট ক্যাপ্টেন চেত বি গুরুং এই হেলিকপ্টারটি ওড়াচ্ছিলেন। এই হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের ব্য়াপারে কোনও তথ্য পাওয়া যায়নি।
‘হিমালয়ান টাইমস’ জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পাইলট চেত গুরুং সহ মোট ৬ জন হেলিকপ্টারে ছিলেন। এভিয়েশন কর্মকর্তারা জানিয়েছেন, এই বেসরকারি বাণিজ্যিক হেলিকপ্টারটিতে ৫ জন মেক্সিকান নাগরিকও ছিলেন, যাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
advertisement
আরও পড়ুন- নেশামুক্ত ত্রিপুরা গড়তে উদ্যোগী ডাঃ মানিক সাহা, খোলা হচ্ছে এনসিবি কেন্দ্রে
ওই হেলিকপ্টার কোম্পানি চার্টার্ড পরিষেবা প্রদান করে। নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিখোঁজ হেলিকপ্টারটিকে খুঁজতে ইতিমধ্যেই কাঠমাণ্ডু থেকে আরও হেলিকপ্টার রওনা দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আস্ত হেলিকপ্টার নিখোঁজ! মাউন্ট এভারেস্টের সামনে ভয়ঙ্কর ঘটনা, শুরু তল্লাশি অভিযান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement