দফায় দফায় ISI ও লস্করের থেকে টাকা পেতেন হেডলি

Last Updated:

ইশরত জাহান সংক্রান্ত বিস্ফোরক তথ্য ছাড়াও ২৬/১১ মুম্বই হামলায় মূল অভিযুক্ত ডেভিড হেডলির বয়ানে বৃহস্পতিবার উঠে এল পাকিস্তান থেকে আসা অর্থ সাহায্য নিয়ে বিস্তারিত তথ্য ৷ লস্কর-ই-তৈবার মুম্বইয়ে হামলার প্রজেক্টে আইএসআই-এর আর্থিক সাহায্যের কথা আগেই জানিয়েছে ডেভিড কোলম্যান হেডলি ৷ সাক্ষ্যদানের তৃতীয়দিনে হেডলি নিজের বয়ানে জানালেন, ভারতে থাকাকালীন কখন, কী পরিমাণে টাকা আসত হেডলির কাছে ৷

#নয়াদিল্লি: ইশরত জাহান সংক্রান্ত বিস্ফোরক তথ্য ছাড়াও ২৬/১১ মুম্বই হামলায় মূল অভিযুক্ত ডেভিড হেডলির বয়ানে বৃহস্পতিবার উঠে এল পাকিস্তান থেকে আসা অর্থ সাহায্য নিয়ে বিস্তারিত তথ্য ৷ লস্কর-ই-তৈবার মুম্বইয়ে হামলার প্রজেক্টে আইএসআই-এর আর্থিক সাহায্যের কথা আগেই জানিয়েছে ডেভিড কোলম্যান হেডলি ৷ সাক্ষ্যদানের তৃতীয়দিনে হেডলি নিজের বয়ানে জানালেন, ভারতে থাকাকালীন কখন, কী পরিমাণে টাকা আসত হেডলির কাছে ৷
বৃহস্পতিবার মুম্বই কোর্টে দফায়-দফায় টাকা পাওয়ার কথা স্বীকার করেন হেডলি ৷ ভারতে আসার আগে আইএসআইয়ের মেজর ইকবাল হেডলিকে ২৫ হাজার মার্কিন ডলার দেন ৷ পরে মুম্বই পৌঁছানোর পর ফের হেডলির কাছে টাকা আসে ৷ লস্করের মুম্বই হামলা প্রজেক্টের অপারেশনাল চিফ সাজিদ মীর দু’দফায় ৪০ হাজার পাকিস্তানি মুদ্রা পাঠায় হেডলির কাছে ৷ ২০০৮-এ মেজর ইকবাল নিয়মিত ভারতীয় টাকা পাঠাত হেডলিকে ৷ এছাড়াও হেডলির বয়ানে এদিন যা উঠে এল তা অনেকটা এরকম-
advertisement
- ২০০৬-এর ১৪ই সেপ্টেম্বর মুম্বইয়ের তারদেও এসি মার্কেটে অফিস খোলে হেডলি৷
advertisement
- সেইবছর ১১ই অক্টোবর মুম্বইয়ে থাকাকালীন ডক্টর তাহাব্বুর রানার থেকে ৬৬ হাজার ৬০৫ টাকা পায় হেডলি৷
- ৭ই নভেম্বর তাহাব্বুর রানার থেকে কাজের জন্য ফের ৫০০ ডলার পাঠায় ৷
- সব টাকাই ইন্ডাসইন্ড ব্যাঙ্কের নরিম্যান ব্র্যাঞ্চের মাধ্যমে আসত বলে জানিয়েছে হেডলি
advertisement
- হামলার আগে রেইকি করতে তাহাব্বুর রানা নিজে মুম্বইতে এসেছিল । তাকে বিপদের হাত থেকে বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিল হেডলিই
- ২০০৮-এর ১৬ জুলাই মুম্বই অফিসের লাইসেন্স পুর্ননবীকরণের আবেদন জানায় হেডলি ৷ সেই আবেদন গৃহীত হয়েছিল ৷
- ভারতে বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছেও আবেদন জানিয়েছিল হেডলি । সেই আবেদন অবশ্য খারিজ হয়ে যায় ৷
advertisement
হেডলির তৃতীয়দিনের বয়ানে হামলার পরিকল্পনার আর্থিক দিকে পাকিস্তানের যোগসূত্রের দিকটি দিনের আলোর মতো স্পষ্ট ৷ তবে হেডলির এদিনের সাক্ষ্যের মূল দিকটি ইশরত জাহান সংক্রান্ত তথ্য ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দফায় দফায় ISI ও লস্করের থেকে টাকা পেতেন হেডলি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement