Medical Representatives Banned: মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ-দের জন্য বিরাট ধাক্কা, সরকারি হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ! নির্দেশ কেন্দ্রের

Last Updated:

এইমস সহ কেন্দ্রীয় সরকার পরিচালিত সমস্ত হাসপাতালেই এই নির্দেশিকা কঠোর ভাবে বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বা এমআর-দের জন্য বড় ধাক্কা৷ গোটা দেশের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সমস্ত হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রবেশ নিষিদ্ধ করা হল৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস এই নির্দেশিকা জারি করেছেন৷
এইমস সহ কেন্দ্রীয় সরকার পরিচালিত সমস্ত হাসপাতালেই এই নির্দেশিকা কঠোর ভাবে বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এমআর-দের জন্য কোনওভাবেই যাতে হাসপাতালের রোগীদের চিকিৎসা অথবা হাসপাতালের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত না হয়, তা নিশ্চিত করার জন্যও হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷
নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের কোনও ওষুধ বা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানানোর জন্য ই মেল অথবা অন্যান্য ডিজিটাল মাধ্যমের সাহায্য নিতে পারেন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা৷
advertisement
advertisement
মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বা এমআর-দের বিরুদ্ধে রোগীদের অভিযোগ নতুন কিছু নয়৷ দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, এমআর-দের সময় দিতে গিয়ে হাসপাতালের বহির্বিভাগগুলিতে রোগীদের দেরিতে অথবা কম সময় দিচ্ছেন চিকিৎসকরা৷ স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করা একাধিক সংগঠনের অভিযোগ ছিল, চিকিৎসকদের প্রভাবিত করার জন্য দামি উপহার, বিদেশ যাত্রার মতো একাধিক টোপ দেন এমআর-রা৷ এর ফলে একদিকে যে রোগীর চিকিৎসার সময় চিকিৎসকের সিদ্ধান্তগ্রহণ প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে, সেরকমই চিকিৎসকদের দামি উপহার, বিদেশ সফরের খরচের দাম তুলতে ওষুধের মূল্য অস্বাভাবিক হারে বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তার কথায়, সবাই জানেন যে এমআর-রা শুধুমাত্র ডাক্তারবাবুদের চিকিৎসা পদ্ধতি, ওষুধ সম্পর্কে অবহিত করতে আসেন না, বরং তাঁদের উপরে নিজেদের মতামত, ধারণা চাপিয়ে দেন, এমন কি এক এক সময় চাপও দেওয়া হয়৷
advertisement
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন জাতীয় সম্পাদক বিনয় অগ্রবালের মতে, এমআর-দের সরকারি হাসপাতালে প্রবেশ সম্পূর্ণ বন্ধ না করে নিয়ন্ত্রণ করা উচিত৷ তবে কোনও এমআর যদি ওষুধ বিক্রির জন্য চিকিৎসকদের উপহার দেওয়া বা অন্য কোনও ধরনের অসাধু উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেও সওয়াল করেছেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Medical Representatives Banned: মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ-দের জন্য বিরাট ধাক্কা, সরকারি হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ! নির্দেশ কেন্দ্রের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement