আশা করি সুপ্রিম কোর্টে বিচারপতিদের মধ্যে যে সমস্যা রয়েছে তার সমাধান হবে : জেটলি

News18

News18

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ‘দেশের সর্বোচ্চ বিচার বিভাগে যা সমস্যা চলছে তা খুব জলদিই সমাধান করা যাবে বলে আশা রাখি৷ ’

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ‘দেশের সর্বোচ্চ বিচার বিভাগে যা সমস্যা চলছে তা খুব জলদিই সমাধান করা যাবে বলে আশা রাখি৷ ’

    নিউজ১৭কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেটলি জানিয়েছেন, ‘ আমার মনে হয় এই ঘটনা প্রথম ঘটেনি এদেশে ৷ এমনকী, ভবিষ্যতেও যে এরকম ঘটনা ঘটবে না, তারও কোনও নিশ্চয়তা নেই ৷ আমার পূর্ণ ভরসা রয়েছে দেশের বিচারবিভাগের ওপর ৷ আমি নিশ্চিত তাঁরা জলদিই সব সমস্যার সমাধান করতে সমর্থ হবে ৷’

    প্রসঙ্গত,

    সুপ্রিম কোর্টের ৪ বিচারপতির বিদ্রোহে স্তম্ভিত গোটা দেশ ৷ সমস্যা মেটাতে মধ্যস্থতায় নেমেছেন বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ৷ অন্য বিচারপতিদের সঙ্গে আলোচনা করে আজই কোনও নতুন পন্থা জানাতে পারেন বিচারপতি বোবদে ৷ মামলা বণ্টন পদ্ধতি নিয়ে যে বিতর্কের জন্ম, তা নিয়ে নতুন পদ্ধতির প্রস্তাব দিতে পারেনবিচারপতি বোবদে ৷ অন্যদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর কাছে ৪ বিচারপতির বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন আইনজীবী আর পি লুথরা ৷

    সুপ্রিম কোর্টে বিদ্রোহের আগুন নেভাতে এবার চরম হুঁশিয়ারি দিল দিল্লি জেলা আদালতগুলির বার অ্যাসোসিয়েশন। দশ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে পথে নামার হুমকি দিয়েছে তারা। বিদ্রোহী বিচারপতিদের বিরুদ্ধে রাজনৈতিক যোগসাজশের বিস্ফোরক অভিযোগ তুলেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি ক্রমশ জোরাল হচ্ছে।

    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিদ্ধ করে বেনজির ভাবে তোপ দেগেছিলেন চার বিচারপতি। শীর্ষ আদালতের বিচারপতিদের মধ্যে এমন অভুতপূর্ব বিভাজন প্রকাশ্যে আসতেই পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠে। বিদ্রোহী বিচারপতিদের ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে কেন? তা নিয়ে বিস্ফোরক বিসিআই। একইসঙ্গে প্রধান বিচারপতির ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা বিসিআই।

    সমস্যা সমাধানে রবিবার বিদ্রোহী বিচারপতিদের সঙ্গে বৈঠক করে বার কাউন্সিল অব ইন্ডিয়া। প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও। এর মাঝেই সুর চড়িয়েছে দিল্লির ছটি নিম্ন আদালতের আইনজীবীদের সংগঠন বার অ্যাসোসিয়েশনের কো অর্ডিনেশন কমিটি।

    পথ দেখাচ্ছেন আইনজীবীরা

    - দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব মেটাতে একটি প্রতিনিধি দল তৈরি করেছে বিসিআই

    - আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় বিসিআই

    - ভবিষ্যতে এমন সমস্যা যেন তৈরি না হয় সেদিকও খতিয়ে দেখা হবে

    - পরিস্থিতি স্বাভাবিক করতে ১০ দিন সময় দেওয়া হয়েছে

    - না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দিল্লি বার অ্যাসোসিয়েশন

    শীর্ষ আদালতের চার বিদ্রোহী প্রশ্ন তুলেছিলেন বিচারপতি ব্রিজগোপাল লোয়ার মৃত্যু নিয়েও। সেই তত্ত্বে আপত্তি না থাকলেও এই ঘটনায় রাজনীতির অভিযোগ তুলেছেন লোয়ার পরিবার।

    শীর্ষ আদালতে চার বিচারপতি বিদ্রোহের যে আগুন জ্বালিয়েছেন তা এখনও জ্বলছে। এর মাঝেই, স্বচ্ছভাবে মামলার বিলিবণ্টন চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়েছেন অবসরপ্রাপ্ত চার বিচারপতি।

    First published:

    Tags: Arun Jailtley