Torture on Son in Law: বিবাহিত মেয়ের দ্বিতীয় বিয়ে দিয়ে প্রথম জামাইকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দিল শ্বশুরবাড়ির লোকজন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Torture on Son in Law:আহত কুণাল তাঁর বান্ধবী কোমল গোস্বামীকে (২১) তাঁর বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে ২০২৪ সালের ২৬ জুন বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পরই কুণালকে ছেড়ে তাঁর বাবা-মায়ের বাড়িতে ফিরে আসেন সদ্য বিবাহিত কোমল
সোনিপথ : কাজে যাওয়ার পথে স্ত্রীর বাড়ির লোকের হাতে ভয়ঙ্কর ভাবে প্রহৃত হলেন হরিয়ানার এক যুবক৷ গুরুতর আহত হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন৷ অভিযোগ, তরুণীর বাড়ির অমতে ওই যুবক তাঁকে বিয়ে করেছিলেন৷ তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ৷ ধারাল অস্ত্রের আঘাতে যুবকের দু’ হাত এবং দু’ পা ভেঙে গিয়েছে৷
আহত কুণাল তাঁর বান্ধবী কোমল গোস্বামীকে (২১) তাঁর বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে ২০২৪ সালের ২৬ জুন বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পরই কুণালকে ছেড়ে তাঁর বাবা-মায়ের বাড়িতে ফিরে আসেন সদ্য বিবাহিত কোমল। ‘‘আমাদের বিয়ের পর থেকেই তাঁরা (কোমলের বাবা-মা) আমার সঙ্গে ঝগড়া করত। তাঁরা কোমলকে তাঁর ঠাকুমার অসুস্থতার অজুহাতে ডেকেও নিয়েছিল,’’ হাসপাতালের বিছানা থেকে কুণাল এ কথা জানান।
advertisement
অভিযোগ, কুণালের বিরুদ্ধে কোমল পারিবারিক হিংসার মামলা দায়ের করেছেন৷ পাশাপাশি প্রতি মাসে ৩০,০০০ টাকা ভরণপোষণেরও দাবি করেছেন, যা তাঁর মাসিক ১২,০০০ টাকার বেতনের চেয়ে অনেক বেশি। শীঘ্রই, কুণাল জানতে পারেন যে কোমলের পরিবার উত্তরপ্রদেশের শামলিতে অন্য একজনের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করেছে।
advertisement
কোমলের নতুন শ্বশুরবাড়ির লোকজন কুণালের সঙ্গে তাঁর প্রথম বিয়ের ছবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ। তাঁর পরিবার চেয়েছিলেন যে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে ছবিগুলি সরিয়ে ফেলুন।
advertisement
২৪শে সেপ্টেম্বর, কুণাল যখন তাঁর বাবার সঙ্গে কাজ থেকে বাড়ি ফিরছিলেন, তখন তাঁকে থামিয়ে বাইক আরোহীরা আক্রমণ করে বলে অভিযোগ। ‘‘কোমলের বাবা আমাকে ইনস্টাগ্রাম থেকে ছবি মুছে ফেলতে বলেছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম কীভাবে তাঁরা প্রথম বিয়ে থেকে ডিভোর্স ছাড়াই কোমলের দ্বিতীয় বিয়ের বন্দোবস্ত করতে পারেন,” কুণাল বলেন।
আরও পড়ুন : ১৯ মহিলার সঙ্গে যৌন সম্পর্ক! বেডরুমে ক্যামেরা লাগিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সহবাসের ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার স্বামীর!
কুণাল এবং কোমল এখনও আইনত বিবাহিত। তাঁদের ডিভোর্সের মামলাটি আদালতে বিচারাধীন এবং পরবর্তী শুনানি ২৫ অক্টোবর হবে। ‘‘তিন থেকে চারজন লোক আমাকে লাঠি দিয়ে মারধর করে। কোমলের বাবা সতীশ এবং কাকা রাকেশ তখন দর্শক হিসেবে দাঁড়িয়ে ছিলেন৷ তখন একজন তাঁর ফোনে মারধরের ঘটনাটি রেকর্ড করে,’’ কুণালের অভিযোগ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2025 1:46 PM IST