Tree Pension Yojna: বাড়িতে এমন গাছ থাকলেই পেনশন! মাসে মাসে মোটা টাকা, দুর্দান্ত স্কিম আনল এই সরকার

Last Updated:

এই প্রল্পের অধীনে হরিয়াণায় গাছ সংরক্ষণের জন্য ২৭৫০ টাকা করে বার্ষিক পেনশনের ব্যবস্থা রয়েছে। হ

বাড়িতে এমন গাছ থাকলেই পেনশন! মাসে মাসে মোটা টাকা, দুর্দান্ত স্কিম আনল এই সরকার
বাড়িতে এমন গাছ থাকলেই পেনশন! মাসে মাসে মোটা টাকা, দুর্দান্ত স্কিম আনল এই সরকার
গাছেরাও এবার থেকে পাবে পেনশন৷ হরিয়ানায় চালু হল ‘প্রাণ বায়ু স্কিম’৷ গুরুগ্রামের ৭৫ বছরের বেশি বয়সী ৮০টি হেরিটেজ গাছকে প্রথমবারের মতো এই পেনশন দেওয়া হয়েছে। কি এই স্কিম? কত টাকা করেই বা পাওয়া যাবে? আবেদনের শর্ত কী? প্রাণ বায়ু স্কিমের সব বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে৷
গাছ আমাদের অক্সিজেন দেয়৷ পরিবেশের সুরক্ষার জন্য গাছ বাঁচিয়ে রাখা অত্যন্ত আবশ্যক৷ এই প্রল্পের অধীনে হরিয়াণায় গাছ সংরক্ষণের জন্য ২৭৫০ টাকা করে বার্ষিক পেনশনের ব্যবস্থা রয়েছে।
advertisement
হরিয়ানা সরকার ২৬ অক্টোবর ২০২৩-থেকে এই পেনশন জারি করা হয়েছে৷ প্রথমে ঘোষণা করা হয় পেনশন বাবদ গাছের মালিককে ২৫০০ টাকা করে দেওয়া হবে৷ পরবর্তীকালে আরও ২৫০ টাকা বাড়ানো হয়৷ গাছের জীবনকাল বাবদ এই স্কিমের টাকা লাঘু থাকবে৷
advertisement
এই প্রকল্পের অধীনের নির্বাচিত গাছের ৯০ শতাংশই অশ্বত্থ গাছ৷ এর একটি বড় কারণ হল বট এবং অশ্বত্থ জাতীয় গাছ প্রচুর অক্সিজেন দেয়৷ তাই এই ধরনের গাছ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি৷
প্রসঙ্গত এই প্রকল্পের সুবিধা পেতে হলে, যে কোনও ব্যক্তি সংশ্লিষ্ট জেলার বন বিভাগের অফিসে আবেদন করতে পারেন। তবে শর্ত অনুযায়ী, আবেদনকারী ব্যক্তির জমিতে গাছের বয়স ৭৫ বছরের বেশি হতে হবে। এই টাকা গাছের রক্ষণাবেক্ষণে মালিককে ব্যয় করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tree Pension Yojna: বাড়িতে এমন গাছ থাকলেই পেনশন! মাসে মাসে মোটা টাকা, দুর্দান্ত স্কিম আনল এই সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement