Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও

Last Updated:

এতদিন ওই ঘটনাগুলিকে নিছক দুর্ঘটনা হিসেবে মনে হলেও পুলিশি জেরার মুখে চারটি শিশুকে নিজে হাতে হত্যার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত মহিলা৷

অভিযুক্ত পুনমকে (মাঝখানে) গ্রেফতার করেছে পুলিশ৷
অভিযুক্ত পুনমকে (মাঝখানে) গ্রেফতার করেছে পুলিশ৷
হরিয়ানার পানিপথে বিয়ে বাড়ির ভিতরেই ছ বছরের এক ভাইঝিকে জলে ডুবিয়ে হত্যা করল তাঁর পিসি৷ এই ঘটনার তদন্তে নেমে আরও হাড় হিম করা তথ্য হাতে পেল পুলিশ৷ জানা গেল, গত তিন বছরে নিজের শিশুপুত্র সহ আরও দুই বালিকাকেও একই ভাবে হত্যা করেছিল পুনম নামে ওই মহিলা৷
এতদিন ওই ঘটনাগুলিকে নিছক দুর্ঘটনা হিসেবে মনে হলেও পুলিশি জেরার মুখে চারটি শিশুকে নিজে হাতে হত্যার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত মহিলা৷ প্রাথমিক ভাবে পুলিশের দাবি, পুনম নামে ওই মহিলা মানসিক বিকারগ্রস্ত৷ তাঁর থেকে দেখতে সুন্দর লাগছিল বলেই ছ বছরের ভাইঝিকে পুনম খুন করেছে বলে দাবি পুলিশের৷
শুধু তাই নয়, পুলিশের দাবি এর আগে ২০২৩ সালে নিজের শিশুপুত্রকেও একই ভাবে খুন করেছিল ওই মহিলা৷ ননদের মেয়ে সহ আরও দুই শিশুকন্যাকে একই ভাবে জলে ডুবিয়ে খুন করেন পুনম৷ কিন্তু এতদিন তার এই হাড় হিম করা কীর্তি ধরাই পড়েনি৷
advertisement
advertisement
হরিয়ানার পানিপথে বিয়ে বাড়িতে এসে গত সোমবার আচমকাই উধাও হয়ে গিয়েছিল বিধি নামে ছ বছর বয়সি এক বালিকা৷ নিজের বাবা- মা, দাদু-ঠাকুমা এবং দশ মাসের ভাইয়ের সঙ্গে পানিপথে এক আত্মীয়ের বিয়েতে এসেছিল বিধি নামে ৬ বছরের ওই বালিকা৷ দুপুরের পর আচমকাই উধাও হয়ে যায় সে৷ শুরু হয় ওই বালিকার খোঁজ৷ শেষ পর্যন্ত বাড়ির দোতলায় এক স্টোররুমে যান ওই বালিকার ঠাকুমা৷ সেই সময় স্টোররুমের দরজা বাইরে থেকে বন্ধ ছিল৷ দরজা খুলতেই বিধির ঠাকুমা দেখেন, একটি বালতির ভিতরে মাথা ডোবানো অবস্থায় পড়ে রয়েছে তাঁর নাতনি৷
advertisement
সঙ্গে সঙ্গেই ওই বালিকাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা ওই বালিকাকে মৃত বলে ঘোষণা করে৷ বালিকাকে ডুবিয়ে মারা হয়েছে বলে পুলিশে অভিযোগ করে ওই বালিকার পরিবার৷ তদন্তে নেমে বেশ বিয়েবাড়ি থেকেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের সময়ই ভাইঝিকে খুনের কথা স্বীকার করে পুনম৷
advertisement
পুলিশ জানিয়েছে, হিংসা এবং রাগ থেকে শিশুদের ডুবিয়ে মারার প্রবণতা রয়েছে পুনমের মধ্যে৷ কারণ তাঁর থেকে কাউকে বেশি সুন্দর দেখতে লাগলে পুনম সহ্য করতে পারত না৷ বিশেষত ছোট শিশু এবং মেয়েদের নিশানা করত সে৷ নিজের ভাইঝি সহ মোট তিনটি শিশুকন্যাকে একই ভাবে জলে ডুবিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে পুনম৷ এমন কি, নিজের ছেলেকেও হত্যা করার কথা স্বীকার করে নিয়েছে সে৷
advertisement
২০২৩ সালে নিজের ননদের মেয়েকেও জলে ডুবিয়ে খুন করে পুনম৷ নিজের উপরে সন্দেহ এড়াতে ওই বছরই নিজের শিশুপুত্রকেও জলে ডুবিয়ে খুন করে পুনম৷ চলতি বছরের অগস্ট মাসেও তার থেকে সুন্দর দেখতে মনে হওয়ায় একটি বালিকাকে খুন করে পুনম৷ সবশেষে গত সোমবার নিজের ভাইঝি বিধিকে জলে ডুবিয়ে মারে সে৷
এতদিন এই সবকটি মৃত্যুকেই নিছক দুর্ঘটনা বলে ধরে নিয়েছিল সবাই৷ কিন্তু ৬ বিধির খুনের পর সামনে এল সিরিয়াল কিলার পুনমের হত্যালীলা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement