কোথায় লুকিয়ে রয়েছেন হানিপ্রীত ? মিলল খবর

Last Updated:

মনে করা হচ্ছে সীমান্তে পেরিয়ে নেপালে গা ঢাকা দিয়ে রয়েছেন হানিপ্রীত ৷

#রোহতক: মু্ম্বই থেকে গ্রেফতার পাপাস অ্যাঞ্জেল হানিপ্রীত ৷ গতকাল বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় হানিপ্রীতের গ্রেফতারি নিয়ে তুমুল আলোচনা চলছে ৷ মুম্বই থেকে হানিপ্রীতের গ্রেফতারি নিয়ে খবর রটলেও হরিয়ানা পুলিশ এখনও এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি ৷
তবে মনে করা হচ্ছে সীমান্তে পেরিয়ে নেপালে গা ঢাকা দিয়ে রয়েছেন হানিপ্রীত ৷ এই সূত্র ধরে ভারত নেপাল সীমান্তে ত্লাশি চালাচ্ছে হরিয়ানা পুলিশ ৷ ওই এলাকা থেকে হরিয়ানার নম্বর প্লেট লাগানো একটি গাড়ি উদ্ধার করা হয়েছে ৷ তবে গাড়িটি কার সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷
হরিয়ানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, হানিপ্রীতির সঙ্গে রয়েছেন রাম রহিমের তিন ঘনিষ্ঠ ব্যক্তিও ৷
advertisement
advertisement
অন্য এক সূত্রের দাবি, ছদ্মবেশে অস্ট্রেলিয়া পালানোর চেষ্টা করছিলেন হানিপ্রীত ৷ সেই উদ্দেশ্যেই মুম্বইয়ের শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছিলেন তিনি ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ সেখান থেকেই নাকি পুলিশের জালে ধরা পড়েছেন হানিপ্রীত ৷ প্রিয়াঙ্কা তনেজা নামের জাল পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করা হানিপ্রীতকে গ্রেফতার করে নিরাপত্তার কারণেই গোপন জায়গায় নিয়ে গিয়েছে পুলিশ ৷
advertisement
সূত্রের খবর, ২৫ অগাস্ট ধর্ষণে অপরাধী রাম রহিমকে আদালত ২০ বছরের কারাদণ্ড দেয়। পুলিশ হেফাজত থেকে রাম রহিমকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছিলেন হনিপ্রীত ৷ কিন্তু শেষে তাতে সফল হতে পারেননি তিনি ৷ পয়লা সেপ্টেম্বর তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কোথায় লুকিয়ে রয়েছেন হানিপ্রীত ? মিলল খবর
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement