কোথায় লুকিয়ে রয়েছেন হানিপ্রীত ? মিলল খবর

Last Updated:

মনে করা হচ্ছে সীমান্তে পেরিয়ে নেপালে গা ঢাকা দিয়ে রয়েছেন হানিপ্রীত ৷

#রোহতক: মু্ম্বই থেকে গ্রেফতার পাপাস অ্যাঞ্জেল হানিপ্রীত ৷ গতকাল বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় হানিপ্রীতের গ্রেফতারি নিয়ে তুমুল আলোচনা চলছে ৷ মুম্বই থেকে হানিপ্রীতের গ্রেফতারি নিয়ে খবর রটলেও হরিয়ানা পুলিশ এখনও এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি ৷
তবে মনে করা হচ্ছে সীমান্তে পেরিয়ে নেপালে গা ঢাকা দিয়ে রয়েছেন হানিপ্রীত ৷ এই সূত্র ধরে ভারত নেপাল সীমান্তে ত্লাশি চালাচ্ছে হরিয়ানা পুলিশ ৷ ওই এলাকা থেকে হরিয়ানার নম্বর প্লেট লাগানো একটি গাড়ি উদ্ধার করা হয়েছে ৷ তবে গাড়িটি কার সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷
হরিয়ানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, হানিপ্রীতির সঙ্গে রয়েছেন রাম রহিমের তিন ঘনিষ্ঠ ব্যক্তিও ৷
advertisement
advertisement
অন্য এক সূত্রের দাবি, ছদ্মবেশে অস্ট্রেলিয়া পালানোর চেষ্টা করছিলেন হানিপ্রীত ৷ সেই উদ্দেশ্যেই মুম্বইয়ের শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছিলেন তিনি ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ সেখান থেকেই নাকি পুলিশের জালে ধরা পড়েছেন হানিপ্রীত ৷ প্রিয়াঙ্কা তনেজা নামের জাল পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করা হানিপ্রীতকে গ্রেফতার করে নিরাপত্তার কারণেই গোপন জায়গায় নিয়ে গিয়েছে পুলিশ ৷
advertisement
সূত্রের খবর, ২৫ অগাস্ট ধর্ষণে অপরাধী রাম রহিমকে আদালত ২০ বছরের কারাদণ্ড দেয়। পুলিশ হেফাজত থেকে রাম রহিমকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছিলেন হনিপ্রীত ৷ কিন্তু শেষে তাতে সফল হতে পারেননি তিনি ৷ পয়লা সেপ্টেম্বর তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কোথায় লুকিয়ে রয়েছেন হানিপ্রীত ? মিলল খবর
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement