অশান্ত হরিয়ানায় বলি ১০ জন, নতুন করে আরও ৩ জায়গায় কার্ফু

Last Updated:

জাঠ বিদ্রোহের আগুনে এখনও জ্বলছে হরিয়ানা ৷ ওবিসি কোটায় জাঠদের সংরক্ষণের দাবিতে হরিয়ানায় চার দিন ধরে আন্দোলন চালাচ্ছেন জাঠরা ৷ জাঠদের এই বিক্ষোভে প্রাণ হারিয়েছেন ১০ জন ৷ আহত হয়েছেন প্রায় ১৫০ জন ৷ আন্দোলন ছড়িয়ে পড়ে হরিয়ানার নয়টি জেলায় ৷ চণ্ডীগড়, রোহতক, ঝাঝড়, সোনিপথে সেনা নামিয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে প্রশাসন ৷ কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি ৷ ক্ষোভের আগুনে রবিবারও জ্বলছে হরিয়ানা ৷ আন্দোলনের নামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক বাস, সাতটি রেলওয়ে স্টেশন, পুলিশ স্টেশন, এমনকী কিছু বাড়িতেও ৷ শনিবার গভীর রাতে রোহতকে হরিয়ানা ডেয়ারি কর্পোরেশনের প্ল্যান্টে আগুন ধরিয়ে দেয় একদল আন্দোলনকারী ৷ আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে খালি করে দেওয়া হয় প্ল্যানটের লাগোয়া জনবসতি ৷ রোহতকে বাস, গাড়ি, পেট্রোল পাম্প, এমনকী, রাজ্যের অর্থমন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যুর বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

#নয়াদিল্লি: জাঠ বিদ্রোহের আগুনে এখনও জ্বলছে হরিয়ানা ৷ ওবিসি কোটায় জাঠদের সংরক্ষণের দাবিতে হরিয়ানায় চার দিন ধরে আন্দোলন চালাচ্ছেন জাঠরা ৷ জাঠদের এই বিক্ষোভে প্রাণ হারিয়েছেন ১০ জন ৷ আহত হয়েছেন প্রায় ১৫০ জন ৷ আন্দোলন ছড়িয়ে পড়ে হরিয়ানার নয়টি জেলায় ৷ চণ্ডীগড়, রোহতক, ঝাঝড়, সোনিপথে সেনা নামিয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে প্রশাসন ৷ কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি ৷ ক্ষোভের আগুনে রবিবারও জ্বলছে হরিয়ানা ৷ আন্দোলনের নামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক বাস, সাতটি রেলওয়ে স্টেশন, পুলিশ স্টেশন, এমনকী কিছু বাড়িতেও ৷ শনিবার গভীর রাতে রোহতকে হরিয়ানা ডেয়ারি কর্পোরেশনের প্ল্যান্টে আগুন ধরিয়ে দেয় একদল আন্দোলনকারী ৷ আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে খালি করে দেওয়া হয় প্ল্যানটের লাগোয়া জনবসতি ৷ রোহতকে বাস, গাড়ি, পেট্রোল পাম্প, এমনকী, রাজ্যের অর্থমন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যুর বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়।
রবিবার ঝিন্দ, হিসার ও হানসি-সহ আরও পাঁচটি শহরে নতুন করে কার্ফু জারি করা হয়েছে ৷ এছাড়া সোনিপথ, রোহতক, গোহানা, ভিওয়ানি এবং ঝাঁঝর শহরে এখনও কার্ফু রয়েছে ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, কাটিহাল জেলার কালায়াত এলাকায় জাঠ এবং জাঠ সম্প্রদায়ভুক্ত নয় এমন দুই দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন ৷ আন্দোলনের জেরে উত্তর ভারতের রেল পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত ৷ উত্তর রেলের CPRO নীরজ শর্মা জানিয়েছেন, প্রায় ৭০০টিরও বেশি ট্রেন বাতিল হয়েছে ৷ হাজারেরও বেশি ট্রেন চলাচল ব্যাহত ৷ অনিয়মিত রেল পরিষেবা ছাড়াও জাতীয় সড়ক অবরোধের জেরে উত্তর ভারতের সঙ্গে দিল্লির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ দিল্লি-আম্বালা-চণ্ডীগড় জাতীয় সড়ক বন্ধ থাকায় পঞ্জাব, হিমাচল ও জম্মু-কাশ্মীরের থেকে আলাদা হয়ে গিয়েছে হরিয়ানা ৷ জাঠ আন্দোলনের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন ক্যাবিনেট সচিব ও হরিয়ানার মুখ্যসচিব ৷ উপস্থিত ছিলেন অন্য কেন্দ্রীয় মন্ত্রীরাও ৷ হরিয়ানার যেসব জায়গায় মাত্রাতিরিক্ত উত্তেজনা রয়েছে সেই সব জায়গায় শুট অ্যাট সাইটের অর্ডার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ প্রশাসন সূত্রে খবর, আধাসামরিক বাহিনীর সাহায্যে পরিস্থিতি আপাত নিয়ন্ত্রণে ৷ রেওয়াড়ি থেকে ঝাজ্জর যাওয়ার রাস্তা খোলা দেওয়া হয়েছে এবং অন্যান্য অবরুদ্ধ রাস্তাও দ্রুত খোলার চেষ্টা চলছে ৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার আন্দোলনকারীদের হিংসা বন্ধের আর্জি জানিয়েছে ৷ হরিয়ানার ডিজিপি ওয়াইপি সিংহল বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট ১৯১টি অভিযোগ দায়ের হয়েছে এবং ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ’
বাংলা খবর/ খবর/দেশ/
অশান্ত হরিয়ানায় বলি ১০ জন, নতুন করে আরও ৩ জায়গায় কার্ফু
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement