Ratan Tata unknown letter: 'সব ভারতীয় আপনার কাছে ঋণী!' দেশের কোন প্রধানমন্ত্রীকে চিঠিতে লেখেন রতন টাটা, কেন?

Last Updated:

ভারতীয় অর্থনীতির সংস্কারের কৃতিত্ব দেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও-কেই৷ এই চিঠিই প্রমাণ করে, দেশের অগ্রগতিতে কতটা খুশি হতেন রতন টাটা৷

রতন টাটা৷
রতন টাটা৷
মুম্বাই: রতন টাটার মৃত্যুর পর থেকেই তাঁকে নিয়ে অনেক অজানা গল্প, ঘটনা সামনে আসছে৷ এবার দেশের প্রাক্তন এক প্রধানমন্ত্রীকে লেখা রতন টাটার একটি চিঠি সমাজমাধ্যমে শেয়ার করলেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা৷
১৯৯৬ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও-কে এই চিঠি লিখেছিলেন রতন টাটা৷ ভারতীয় অর্থনীতির সংস্কারের জন্য নরসিমহা রাওয়ের ভূয়সী প্রশংসা করে ওই চিঠি লিখেছিলেন রতন টাটা৷
নরসিমহা রাওয়ের উদ্দেশে ওই চিঠিতে রতন টাটা লেখেন, ‘ভারতের দ্বার খুলে দেওয়ার যে সাহস আপনি দেখিয়েছেন, তার জন্য প্রত্যেক ভারতীয়ের আপনার কাছে ঋণী থাকা উচিত৷’
advertisement
advertisement
ভারতীয় অর্থনীতির সংস্কারের কৃতিত্ব দেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও-কেই৷ এই চিঠিই প্রমাণ করে, দেশের অগ্রগতিতে কতটা খুশি হতেন রতন টাটা৷ প্রাক্তন প্রধানমন্ত্রীকে লেখা রতন টাটার ওই চিঠি শেয়ার করে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, ‘একজন সুন্দর মানুষের সুন্দর একটি লেখা৷’
advertisement
চিঠিতে রতন টাটা লিখেছিলেন, ‘ভারতের বহু প্রতীক্ষিত অর্থনৈতিক সংস্কার করে আপনি যে অসাধারণ সাফল্য অর্জন করেছেন, আমি সর্বদা তাকে স্বীকৃতি দেব এবং আপনাকে সম্মান জানাব৷ আপনি এবং আপনার সরকার বিশ্ব মঞ্চে অর্থনৈতিক প্রেক্ষাপটে ভারতকে জায়গা করে দিয়েছেন৷ প্রত্যেক ভারতীয়ের আপনার কাছে ঋণী থাকা উচিত৷ আপনার এই সাফল্য কোনওদিন ভুলে যাওয়া সম্ভব নয়৷’
advertisement
চিঠির শেষ দিকেও নরসিমহা রাওয়ের প্রশংসা করে রতন টাটা লেখেন, ‘আপনি ভারতের জন্য যা করেছেন, আর কেউ ভুলে গেলেও আমি চিরকাল মনে রাখব৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ratan Tata unknown letter: 'সব ভারতীয় আপনার কাছে ঋণী!' দেশের কোন প্রধানমন্ত্রীকে চিঠিতে লেখেন রতন টাটা, কেন?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement