Ratan Tata unknown letter: 'সব ভারতীয় আপনার কাছে ঋণী!' দেশের কোন প্রধানমন্ত্রীকে চিঠিতে লেখেন রতন টাটা, কেন?

Last Updated:

ভারতীয় অর্থনীতির সংস্কারের কৃতিত্ব দেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও-কেই৷ এই চিঠিই প্রমাণ করে, দেশের অগ্রগতিতে কতটা খুশি হতেন রতন টাটা৷

রতন টাটা৷
রতন টাটা৷
মুম্বাই: রতন টাটার মৃত্যুর পর থেকেই তাঁকে নিয়ে অনেক অজানা গল্প, ঘটনা সামনে আসছে৷ এবার দেশের প্রাক্তন এক প্রধানমন্ত্রীকে লেখা রতন টাটার একটি চিঠি সমাজমাধ্যমে শেয়ার করলেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা৷
১৯৯৬ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও-কে এই চিঠি লিখেছিলেন রতন টাটা৷ ভারতীয় অর্থনীতির সংস্কারের জন্য নরসিমহা রাওয়ের ভূয়সী প্রশংসা করে ওই চিঠি লিখেছিলেন রতন টাটা৷
নরসিমহা রাওয়ের উদ্দেশে ওই চিঠিতে রতন টাটা লেখেন, ‘ভারতের দ্বার খুলে দেওয়ার যে সাহস আপনি দেখিয়েছেন, তার জন্য প্রত্যেক ভারতীয়ের আপনার কাছে ঋণী থাকা উচিত৷’
advertisement
advertisement
ভারতীয় অর্থনীতির সংস্কারের কৃতিত্ব দেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও-কেই৷ এই চিঠিই প্রমাণ করে, দেশের অগ্রগতিতে কতটা খুশি হতেন রতন টাটা৷ প্রাক্তন প্রধানমন্ত্রীকে লেখা রতন টাটার ওই চিঠি শেয়ার করে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, ‘একজন সুন্দর মানুষের সুন্দর একটি লেখা৷’
advertisement
চিঠিতে রতন টাটা লিখেছিলেন, ‘ভারতের বহু প্রতীক্ষিত অর্থনৈতিক সংস্কার করে আপনি যে অসাধারণ সাফল্য অর্জন করেছেন, আমি সর্বদা তাকে স্বীকৃতি দেব এবং আপনাকে সম্মান জানাব৷ আপনি এবং আপনার সরকার বিশ্ব মঞ্চে অর্থনৈতিক প্রেক্ষাপটে ভারতকে জায়গা করে দিয়েছেন৷ প্রত্যেক ভারতীয়ের আপনার কাছে ঋণী থাকা উচিত৷ আপনার এই সাফল্য কোনওদিন ভুলে যাওয়া সম্ভব নয়৷’
advertisement
চিঠির শেষ দিকেও নরসিমহা রাওয়ের প্রশংসা করে রতন টাটা লেখেন, ‘আপনি ভারতের জন্য যা করেছেন, আর কেউ ভুলে গেলেও আমি চিরকাল মনে রাখব৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ratan Tata unknown letter: 'সব ভারতীয় আপনার কাছে ঋণী!' দেশের কোন প্রধানমন্ত্রীকে চিঠিতে লেখেন রতন টাটা, কেন?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement