দুর্নীতির অভিযোগ উড়িয়ে বিজেপিকে একহাত নিলেন হরিশ রাওয়াত

Last Updated:

সোমবার বিরোধী বিজেপি দলকে একহাত নিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ৷ স্মার্ট সিটি, জমি বণ্টন ও খনি ইস্যুতে বিজেপির আনা দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন, স্মার্ট সিটি প্রকল্প তিনি জণগণের মতামত নিয়ে তৈরি করেছেন ৷ হরিশ রাওয়াত বিরোধীদের কাছে পাল্টা প্রশ্ন রেখেছেন, ‘স্মার্ট সিটিকে পাঁচ ভাগে ভাগ করেছি, এতে দুর্নীতি কোথায় প্রমাণিত হল?’

#দেরাদুন: সোমবার বিরোধী বিজেপি দলকে একহাত নিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ৷ স্মার্ট সিটি, জমি বণ্টন ও খনি ইস্যুতে বিজেপির আনা দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন, স্মার্ট সিটি প্রকল্প তিনি জণগণের মতামত নিয়ে তৈরি করেছেন ৷ হরিশ রাওয়াত বিরোধীদের কাছে পাল্টা প্রশ্ন রেখেছেন,  ‘স্মার্ট সিটিকে পাঁচ ভাগে ভাগ করেছি, এতে দুর্নীতি কোথায় প্রমাণিত হল?’
নিজের স্বপক্ষে যুক্তি সাজিয়ে হরিশ রাওয়াত বলেন, তিনি ‘রাজ্যের স্বার্থে’ জমি বন্টন করেছেন ৷ সেই তালিকাতে বিজেপি নেতাদেরও নাম রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ খুব তাড়াতাড়ি তিনি সেই লিস্ট প্রকাশ করবেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ৷ বিজেপির তোলা দুর্নীতির জবাব দিতে গিয়ে হরিশ রাওয়াত এদিন বলেন, ‘জমি নিয়ে বিজেপির তথ্য ঠিক ৷ বেশ কিছু সংস্থাকে জমি দেওয়া হয়েছে ৷ রাজ্যে বিনিয়োগ, শিক্ষার জন্য জমি দিয়েছি ৷ প্রয়োজনে কম দামেও জমি দিয়েছি ৷ রাজ্যের জন্য এটা করতেই হতো ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
দুর্নীতির অভিযোগ উড়িয়ে বিজেপিকে একহাত নিলেন হরিশ রাওয়াত
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement