কোনও প্রাইভেট শিক্ষক ছাড়াই CBSE দ্বাদশে ৫০০/৪৯৯ পেয়ে প্রথম হংশিকা শুক্লা

Last Updated:
#নয়াদিল্লি: বৃহস্পতিবার প্রকাশিত হল CBSE দ্বাদশ শ্রেণীর রেজাল্ট ৷ এবারে দ্বাদশ শ্রেণীতে জয়জয়কার ছাত্রীদেরই ৷ ২০১৯ CBSE দ্বাদশ শ্রেণীতে ছাত্রদের পাশের হার ৭৯.৪ শতাংশ ৷ ছাত্রদের পিছনে ফেলে বহু ব্যবধানে এগিয়ে মেয়েরা ৷ চলতি বছর ৮৮.৭০ শতাংশ ছাত্রীরা পাশ করেছে ৷
৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে হংশিকা শুক্লা ও করিশ্মা অরোরা ৷ হংশিকা ডিপিএস, মেরঠ রোড গাজিয়াবাদের চাত্রী, অন্যদিকে করিশ্মা অরোরা, মুজফ্ফরনগর এসডি পাবলিক স্কুলের ছাত্রী ৷
কলাবিভাগের ছাত্রী হংসিকা শুধুমাত্র ইংরেজিতেই পুরো নম্বরের বদলে ৯৯ নম্বর পেয়েছে ৷ বাকি সমস্ত বিষয়ে ১০০-এ ১০০ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে ডিপিএস-এর এই প্রতিভাবান ছাত্রী ৷ ১৩ লাখ পড়ুয়াকে পিছনে ফেলে প্রথম হয়েছেন হংসিকা ও করিশ্মা ৷ সিবিএসই টপার হংসিকা জানিয়েছেন, সাইকোলজি অনার্স নিয়ে স্নাতক করার ইচ্ছা রয়েছে তার ৷ হংসিকা তাঁর এই সাফল্যের সমস্ত কৃতিত্বই দিয়েছেন তাঁর শিক্ষকদের ৷ স্কুলের শিক্ষক ছাড়া হংসিকার কোনও প্রাইভেট টিউটর ছিল না ৷
advertisement
advertisement
চলতি বছরে CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণীতে নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা ছিল ৩১১৪৮২১ যাদের মধ্যে ২৮ জন ট্রান্সজেন্ডার ৷ cbseresults.nic.in এর পাশাপাশি cbse.examresults.net, cbseresults.nic.in and results.gov.in. ওয়েবসাইটগুলিতেও রেজাল্ট দেখা যাবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কোনও প্রাইভেট শিক্ষক ছাড়াই CBSE দ্বাদশে ৫০০/৪৯৯ পেয়ে প্রথম হংশিকা শুক্লা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement