হোম /খবর /দেশ /
ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি, গাড়ি নিয়ে বেরিয়েছিল গোটা পরিবার, এমন বিপদ কেউ ভাবতে পারেনি

ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি, গাড়ি নিয়ে বেরিয়েছিল গোটা পরিবার, এমন বিপদ কেউ ভাবতে পারেনি

Hailstorm in Bengaluru: প্রবল ঝড়-বৃষ্টিতে গাড়ি নিয়ে বেরিয়েছিল সেই পরিবার। মাথায় আকাশ ভেঙে পড়ল।

  • Share this:

ব্যাঙ্গালোর: কর্ণাটকের বেঙ্গালুরুতে অসময়ের বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেয়েছে মানুষ। একই সঙ্গে বৃষ্টির পর তাপমাত্রাও কমেছে। বৃষ্টির পর প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন অনেকেই।

অনেকেই ভিডিও শেয়ার করে লিখেছেন, “বেঙ্গালুরুতে বিকেল ৩.৩০ মিনিটে প্রবল বৃষ্টি হচ্ছে। বাইরের অবস্থা সন্ধ্যে ৭টার মতো।” তবে ওই যে কথায় বলে, কারও পৌষ মাস, কারও সর্বনাশ। প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বেরিয়েছিল ছজনের একটি পরিবার। সবার আর বাড়ি ফেরা হল না।

আরও পড়ুন- ২০০০ টাকার নোট বদলাতে কি লাগবে পরিচয়পত্র? থাকছে আর কী নিয়ম? জানিয়ে দিল SBI

বেঙ্গালুরুর কে আর সার্কলের সামনে একটি জল ভর্তি আন্ডারপাসে আটকে পড়ে সেই পরিবারের গাড়ি। পাঁচ জনকে উদ্ধার করা গেলেও একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, ওই পরিবারটি হায়দরাবাদ থেকে এসেছিল ব্যাঙ্গালোরে।

এদিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ ছিল। তবে সেখানে এক দিন আগে থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে।

শনিবার বৃষ্টির জন্য দুই দলের ট্রেনিংয়ে ব্যাঘাত ঘটে। চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রবল বৃষ্টি নামে। চারপাশ অন্ধকার হয়ে যায়।

এদিন খেলা না হলে ব্যাঙ্গালোর এবং গুজরাত একটি করে পয়েন্ট পাবে। এর পর আরসিবির মোট পয়েন্ট দাঁড়াবে ১৫। কিন্তু তাতে তাদের প্লে-অফে খেলার যোগ্যতা নিশ্চিত হবে না।

আরও পড়ুন- জন্মদিনে কেনাকাটা করতে গিয়েছিল, সেখানেই সব শেষ কিশোরের!

মুম্বই ইন্ডিয়ান্স এর পর সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিলে ১৬ পয়েন্ট নিয়ে টপ ফোর-এ থাকা আরসিবিকে টপকে প্লে-অফের টিকিট নিশ্চিত করে

Published by:Suman Majumder
First published:

Tags: Bengaluru, Hailstorm