শিশু নিয়ে থানায় ঢোকায় তিন মহিলাকে এলোপাথাড়ি লাথি মারলেন পুলিশ অফিসার!
Last Updated:
ভিডিওটিতে আরও তিনজন অফিসারকে দেখা যায় ৷ তাঁদের হাসতেও দেখা যায় ৷ তবে গোয়ালিয়র পুলিশের তরফে জানানো হয়েছে ওই ভিডিওটি ২ বছরের পুরনো ৷
#গোয়ালিয়র: শিশু নিয়ে থানায় ঢোকায় তিন মহিলাকে এলোপাথাড়ি লাথি মারলেন এক পুলিশ অফিসার ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৷ তবে ওই পুলিশ অফিসারকে এখনও শনাক্ত করা যায়নি ৷ ভিডিওতে দেখা যায়, তিনজন মহিলা তাঁদের বাচ্চা নিয়ে মেঝেতে উবু হয়ে বসে আছেন ৷ ওই পুলিশ অফিসার তাঁদের উঠে দাঁড়াতে বলেন ৷ এরপরেই পায়ে ধরে কাঁদতে থাকেন ওই তিন মহিলা ৷ তখন এলোপাথাড়ি লাথি মারতে শুরু করেন অভিযুক্ত ওই অফিসার ৷ বারবার নিজের হাত আর ব্যাগ দিয়ে নিজেদের বাঁচাতে চেষ্টা করেন তাঁরা ৷ ভিডিওটিতে আরও তিনজন অফিসারকে দেখা যায় ৷ তাঁদের হাসতেও দেখা যায় ৷ তবে গোয়ালিয়র পুলিশের তরফে জানানো হয়েছে ওই ভিডিওটি ২ বছরের পুরনো ৷ তবে ওই ঘটনা সম্বন্ধে তাঁরা কিছুই জানতেন না বলে জানিয়েছেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2019 3:43 PM IST