৭০৫ কোটি টাকা দুর্নীতি! মুম্বই বিমানবন্দর কর্তা ও রেড্ডি গ্রুপের বিরুদ্ধে মামলায় সিবিআই

Last Updated:

সিবিআই-এর এফআইআর-এ বলা হয়েছে, জনগণের টাকা নয়ছয় করা হয়েছে এই প্রকল্পে।

#মুম্বাই: মুম্বই বিমানবন্দর নির্মাণে বড় দুর্নীতির অভিযোগে জিভিকে গ্রুপের চেয়ারম্যান ভেঙ্কটকৃষ্ণ রেড্ডি গুণপতি ও তাঁর ছেলে তথা মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর ভি রেড্ডির বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। অভিযোগ, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে অন্তত ৭০৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সিবিআই-এর এফআইআর-এ বলা হয়েছে, জনগণের টাকা নয়ছয় করা হয়েছে এই প্রকল্পে।
২০০৬ সাল। শুরু হয় মুম্বই বিমানবন্দরের ভোলবদলের কাজ। আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণের কাজে এয়ারপোর্ট অথারিটির সঙ্গে যৌথ ভাবে কাজের বরাত পায় জিভিকে গ্রুপ। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ৫০.৫ শতাংশ অংশিদারী ছিল জিভিকে গ্রুপের। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, এখানে স্বজন পোষণ হয়েছে। এবং এই আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্যেই মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব আদায় ভয়াবহ ভাবে কমেছে।
advertisement
সিবিআই-এর অভিযোগের আঙুল আরও ৯টি সংস্থার বিরুদ্ধে, যাদের সঙ্গে নানা কাজে চুক্তিবদ্ধ ছিল রেড্ডিগ্রুপ। সিবিআই বলছে, এক্ষেত্রেও মূল উদ্দেশ্য ছিল অন্তত ৩১০ কোটি টাকা লোপাট করা।
advertisement
এদিন এই মোট ৯টি সংস্থার বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে সিবিআই-এর তরফে। তালিকায় রয়েছে একাধিক সরকারি অফিসারের নামও।
বাংলা খবর/ খবর/দেশ/
৭০৫ কোটি টাকা দুর্নীতি! মুম্বই বিমানবন্দর কর্তা ও রেড্ডি গ্রুপের বিরুদ্ধে মামলায় সিবিআই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement