রাম রহিম একজন সেক্স অ্যাডিক্ট, জানালেন চিকিৎসক
Last Updated:
সম্প্রতি রাম রহিমের শারীরিক পরীক্ষার জন্য চিকিৎসকের একটি দল পৌঁছয় জেলে ৷ রোহতক জেলে রাম রহিম জানান যে তার অস্থির লাগছে ও অসুস্থ বোধ করেছন তিনি ৷
#রোহতক: ২৫ অগাস্ট ধর্ষণে অপরাধী রাম রহিমকে আদালত ২০ বছরের কারাদণ্ড দেয় সিবিআই আদালত ৷ এরপর থেকেই রাম রহিমের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ৷ বিশাল প্রতিপত্তি এখন অধরা ৷ হাতের সামনে শুধুই জেলের গারদ ও পরনে জেলের কাপড় ! বাবা রাম হরিমের গায়ে নায়ক, গায়ক, ভগবানের দূত ছেড়ে শুধুই ধর্ষক ট্যাগ ৷
সম্প্রতি রাম রহিমের শারীরিক পরীক্ষার জন্য চিকিৎসকের একটি দল পৌঁছয় জেলে ৷ রোহতক জেলে রাম রহিম জানান যে তার অস্থির লাগছে ও অসুস্থ বোধ করেছন তিনি ৷
সূত্রের খবর, ডেরার প্রধান চিকিৎসকদের জানান যে এক ধরনের উইথড্রয়াল সিম্পটমে ভুগছেন। চিকিৎসকদের দলে একজন মনোবিদও উপস্থিত ছিলেন ৷
advertisement
চিকিৎসকদের দলের একজন ডাক্তার জানান, ‘বাবা আসলে একজন সেক্স অ্যাডিক্ট ৷ জেলে তার শারীরিক চাহিদা মেটানো সম্ভব নয় ৷ তাই জন্য তিনি অস্থির হয়ে পড়ছেন ৷ খুব শীঘ্রই এর চিকিৎসা শুরু করতে হবে না বলে বড় সমস্যা দেখে দিতে পারে ৷ ’
advertisement
সেক্সের পাশাপাশি ড্রাগস নিতেন কিনা তা এখনও পরিষ্কার নয় ৷ তবে কিছু রিপোর্ট অনুযায়ী, ১৯৮৮ সাল পর্যন্ত মদের নেশা করতেন ‘ধর্ষক বাবা’ ৷ এখন মদ না খেলেও প্রতিদিন এনার্জি ড্রিঙ্ক ও সেক্স টোনিক খেতেন তিনি ৷ যার মধ্যে বেশিরভাগ অস্ট্রেলিয়া ও বিভিন্ন অন্য দেশ থেকে ইমপোর্ট করা হত ৷
তবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনও ক্রটি রাখেননি তিনি ৷ এমনকি প্রমাণ করারও চেষ্টা করেছেন যে তিনি শারীরিকভাবে অক্ষম ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2017 2:12 PM IST