corona virus btn
corona virus btn
Loading

হাতে চার চারটে বন্দুক নিয়ে বলিউডি গানের সঙ্গে উদ্দাম নাচ মদ্যপ বিজেপি বিধায়কের, ভাইরাল ভিডিও

হাতে চার চারটে বন্দুক নিয়ে বলিউডি গানের সঙ্গে উদ্দাম নাচ মদ্যপ বিজেপি বিধায়কের, ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙা পা নিয়েই নেচে চলেছেন তিনি ৷ হাতে রয়েছে বন্দুক আর মদের গ্লাস ৷

  • Share this:

#দেহরাদূন: হাতে চার চারটে খোলা বন্দুক ৷ সঙ্গে রয়েছে মদের গ্লাসও ৷ বলিউডি গানের সঙ্গে চলছে উদ্দাম নাচ ৷ সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিওতে কালো গেঞ্জি পরে যাঁকে দেখা যাচ্ছে তিনি উত্তরাখণ্ডের একজন বিজেপি বিধায়ক ৷ নাম প্রণব সিং চ্যাম্পিয়ন ৷ এর আগেও খবরের শিরোনামে এসেছেন প্রণব সিং ৷ তাঁর বিশৃঙ্খল ও বিতর্কিত জীবনযাপনের কারণেই আগেও সামলোচিত হতে হয়েছিল প্রণবকে ৷ শুধুমাত্র এই কারণেই দল থেকেও তিন মাসের জন্য বহিষ্কৃত হতে হয়েছে তাঁকে ৷ তবুও লাগামহীন কাজকর্ম চালিয়েই যাচ্ছেন প্রণব ৷ সম্প্রতি পা অপারেশন করে বাড়ি ফিরেছেন প্রণব সিং। সেই উপলক্ষ্যেই বাড়িতে পার্টির আয়োজন করেছিল তাঁর সাগরেদ ও ভক্তরা। মধ্যমণি ছিলেন তিনিই। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙা পা নিয়েই নেচে চলেছেন তিনি ৷ হাতে রয়েছে বন্দুক আর মদের গ্লাস ৷ সাগরেদরাও ক্রমাগত তাঁকে উস্কানি দিয়ে চলেছেন ৷

First published: July 10, 2019, 2:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर