কাশ্মীরে নিকেশ চার জঙ্গি, রবিবার বিকেল থেকে চলছে গুলির লড়াই

Last Updated:

গত এক সপ্তাহে নিয়ে ওই এলাকাতেই চার বার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাঁধল৷

#কাশ্মীর: লকডাউনের মধ্যেও কাশ্মীরে জঙ্গি হামলা অব্যাহত৷ রবিবার বিকেলে কুলগামে সেনা, সিআরপিএফ এবং পুলিশের একটি যৌথ দলের উপরে হামলা চালায় জঙ্গিরা৷ যদিও নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে ঘটনাস্থলেই চার জঙ্গির মৃত্যু হয়৷ রবিবার বিকেল থেকে শুরু হওয়া সেই গুলির লড়াই এ দিন সকাল পর্যন্ত থামেনি৷
গত এক সপ্তাহে নিয়ে ওই এলাকাতেই চার বার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাঁধল৷ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জেলায় গত সাত দিনে প্রায় ১৪ জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷
advertisement
advertisement
সংবাদসংস্থার খবর অনুযায়ী দেবসর এলাকার গুদ্দর গ্রামে নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালায় জঙ্গিরা৷ কয়েকজন জঙ্গি ওই গ্রামে লুকিয়ে রয়েছে, এই খবর পেয়েই সেখানে হানা দিয়েছিল নিরাপত্তা বাহিনীর দলটি৷ তখনই তাদের উপর হামলা চালায় গ্রামে আত্মগোপন করে থাকা জঙ্গিরা৷ নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে চার জঙ্গি মারা গিয়েছে৷ এখনও তিন জঙ্গি সেখানে আত্মগোপন করে রয়েছে বলে খবর৷
advertisement
এই চার জঙ্গির মৃত্যুর পর শুধুমাত্র এপ্রিল মাসেই কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে ২৬ জন জঙ্গির মৃত্যু হলো৷ চলতি বছরে এখনও পর্যন্ত সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াল ৫৮-তে৷
গত ২৪ এবং ২৫ এপ্রিলের মধ্য দু'টি সফল অপারেশন চালিয়ে অনন্তনাগ এবং পুলওয়ামাতে চার জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে নিকেশ চার জঙ্গি, রবিবার বিকেল থেকে চলছে গুলির লড়াই
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement