আপনার কী সন্তান চাই ? পড়ুন বিজ্ঞানের নতুন চমৎকার

আমির খান থেকে শাহরুখ খান ৷ সম্প্রতি তুষার কাপুর এবং পরে করণ জোহর ৷

  • Last Updated :
  • Share this:

    #আমেদাবাদ: আমির খান থেকে শাহরুখ খান ৷ সম্প্রতি তুষার কাপুর এবং পরে করণ জোহর ৷ সারোগেসির সাহায্য নিয়ে সন্তানের বাবা হয়েছেন ৷ তবে বলিউডের তারকারাই শুধু নয় ৷ বহু মানুষই সন্তান লাভের জন্য সারোগেসি-র সাহায্য নিচ্ছেন ৷

    এতদিন গুজরাতের আনন্দ এলাকার নাম ছিল মিল্ক সিটি ৷ কিন্তু ডাক্তার নয়না প্যাটেলের জন্য এই জায়গায় নাম বদলে সারোগেসি সিটি ৷

    নানা কারণে এখনও এমন অনেক পরিবার আছে, যেখানে অনেক চেষ্টার পরেও দম্পতিরা সন্তান জন্ম দিতে পারেন না ৷ আর এই কারণেই তাঁদের জীবনে নেমে আসে অবসাদ ৷ গুজরাতের ডাক্তার নয়না আর বিজ্ঞানের সাহায্যে এখন অনেক পরিবারেই এই স্বপ্ন পূরণ হয়েছে ৷

    গুজরাত থেকে ৭৭ কিমি দূরে আনন্দ শহরের আকাঙ্খা ফার্টিলিটি সেন্টার অ্যান্ড রিসার্চ সেন্টারের ডাক্তার নয়না সারোগেসির ব্যাপারে মাইলস্টোন প্রতিষ্ঠা করেছে ৷ ডাক্তার নয়নার সাহায্যে এখনও অবধি ১২০০ সন্তান জন্মেছে সারোগেসির সাহায্য নিয়ে ৷

    সারোগেসি বিজ্ঞানের এমন এক পদ্ধতি যা কিনা গর্ভধারণ, প্রসবে সমস্যা থাকা মহিলাদের কোলেও সন্তান নিয়ে এসেছে ৷ সারোগেসির ক্ষেত্রে মহিলাদের থেকে ডিম্বানু ও পুরুষের থেকে শুক্রাণু নিয়ে বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় অন্য এক মহিলার গর্ভে ইনজেক্ট করা হয় ৷ আর এই ভাবেই সন্তানহীন মানুষরা নিজেদের সন্তান পায় বৈজ্ঞানিক চমৎকারের মধ্যে দিয়ে ৷

    ডাক্তার নয়না প্যাটেল জানিয়েছেন, তাঁর ক্লিনিকে ৪৭ বছরের এক মহিলাই প্রথম মা হয়েছিলেন সারোগেসির সাহায্য নিয়ে ৷ শুধু এদেশে নয়, বিদেশ থেকেও অনেকে এখানে আসেন সারোগেসির সাহায্যে সন্তান লাভ করতে ৷

    শুধু সারোগেসি নয়, আকাঙ্খার এই ক্লিনিকে ‘হিউম্যান মিল্ক’-এর বিশেষ ব্যাঙ্ক তৈরি করা হয়েছে ৷ যা কিনা খুবই জনপ্রিয়৷ এখানে বহু মহিলারই আসেন, তাঁদের সন্তানদের দুগ্ধ পান করাতে ৷

    ১৩ বছরের মধ্যে প্রায় ১২০০ সন্তানের জন্ম হয়েছে এই ক্লিনিকের সারোগেসির সাহায্যে ৷ ডাক্তার নয়নার কথায়, এটা একরকম বিশ্ব রেকর্ড ৷

    First published:

    Tags: Fertility Clinic, Gujrat, Surrogacy