LIVE:'ভূমিপুত্রকে' দু'হাত উজাড় করে ভোট দিয়েছেন মানুষ', বিজেপির নিরঙ্কুশ জয়ে প্রতিক্রিয়া বিজয় রুপানির
Last Updated:
#আহমেদাবাদ: গণনার শুরু থেকেই দেশজুড়ে গেরুয়া ঝড়। গুজরাত, উত্তরপ্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে বিজেপি । গুজরাতের ২৬টি আসনের সবকটিতেই এগিয়ে রয়েছে বিজেপি । 'রাজ্যের মানুষ ভূমিপুত্রকেই ভোট দিয়েছেন', প্রতিক্রিয়া গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ।
নরেন্দ্র মোদি ও অমিত শাহ-আপাতত দুই বিজেপি হেভিওয়েটই এগিয়ে চলেছেন জয়ের লক্ষ্যে । গান্ধিনগরে ২ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন অমিত শাহ । বারাণসী থেকেও এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি । এই জয় ভারতবাসী ও তাঁদের চৌকিদারের জয়, মানুষ সৎ সরকারের পক্ষে রায় দিয়েছেন , মানুষ খুব ভালো করে জানেন কার শাসনে এই দেশ সুরক্ষিত,' সাংবাদিক বিবৃতিতে জানিয়েছেন বিজয় রুপানি।
advertisement
'সঠিক সাংগঠনিক পরিচালনার মাধ্যমে অমিত শাহও দেখিয়ে দিয়েছেন কীভাবে নির্বাচন করতে হয়। তিনি চাণক্যের মত দলীয় কর্মীদের সঠিক পথে চালিত করেছেন ও তারই ফল আজকের এই সাফল্য,' জানিয়েছেন রুপানি ।
advertisement
গণনার প্রবণতা থেকেই স্পষ্ট ২৬টি লোকসভা আসন ও ৪টি বিধানসভা উপ-নির্বাচনে বিজেপি জিতবে ও এইজন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন রুপানি ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2019 1:07 PM IST