হোম /খবর /দেশ /
আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে ৫০০ টাকার নোট! বিশ্বাস না হলে দেখুন ভিডিও

Viral Video: আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে ৫০০ টাকার নোট! বিশ্বাস না হলে দেখুন ভিডিও

৫০০ টাকার নোটই কুড়িয়ে নিচ্ছেন নীচে দাঁড়িয়ে থাকা কয়েকশো মানুষ। ব্যাকগ্রাউন্ডে বাজছে জোধা আকবরের সেই বিখ্যাত গান। 'আজিম-ও শান শাহেনশা'... রাজকীয় না?

  • Share this:

গুজরাত: ভিডিও দেখলে চোখ কপালে উঠবে। মনে হবে এমনটা আবার হতে পারে নাকি। আর হলেও, ওই সময় আমি কেন ছিলাম না সেখানে। মনে হচ্ছে আকাশ থেকে যেন টাকার বৃষ্টি হচ্ছে। আর মাটিতে দাঁড়িয় তা-ই পড়িমড়ি করে কুড়িয়ে নিচ্ছে মানুষ। যার যতটা জোটে কপালে।

নকল বা ফোটোশপ করা ভিডিও নয়। সত্যি সত্যিই এমন দৃশ্য দেখা গেল গুজরাতের মেহসানা জেলার কেকরি তহসিলে। এখানকারই গ্রাম আগোলের প্রাক্তন প্রধান ছিলেন করিম যাদব। কিছুদিন আগেই তারই ভাইয়ের ছেলে রাজাকের বিয়ে ছিল। সেই বিয়েতেই দেখা গিয়েছিল এই ছবি।

আরও পড়ুন: আস্ত লেজ নিয়েই জন্ম নিল শিশু, এ তো আজব কাণ্ড!

আরও পড়ুন: ২০০০ কোটি টাকার বিনিময়ে 'বিক্রি' হয়েছে শিবসেনার প্রতীক! বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের

ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাজাককে নিয়ে বরযাত্রীরা বাড়ি থেকে বেরচ্ছেন। আর ভাইপোর বিয়ে উপলক্ষে ছাদ থেকে দেদার টাকা ওড়াচ্ছে করিম ও তাঁর পরিবারের। উপর থেকে ভেসে আসা সেই ৫০০ টাকার নোটই কুড়িয়ে নিচ্ছেন নীচে দাঁড়িয়ে থাকা কয়েকশো মানুষ। ব্যাকগ্রাউন্ডে বাজছে জোধা আকবরের সেই বিখ্যাত গান। 'আজিম-ও শান শাহেনশা'... রাজকীয় না?

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Super viral video