Gujarat drugs seized: ফের গুজরাত, মিলল ২২০০০ কোটির মাদক! চরস, মরফিনে ছড়াছড়ি! ধরা পড়ল কারা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Gujarat drugs seized: নৌ সেনা সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার ওই জাহাজটি থেকে যে বিপুল পরিমান মাদক উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামাইন এবং ২৫ কেজি মরফিন।
আহমেদাবাদ: ফের গুজরাত। ফের মাদক কাণ্ড। গুজরাত উপকূল দিয়ে ভারতে বিপুল পরিমান মাদক ঢোকানোর চেষ্টা। যদিও সেই চেষ্টা সফল হয়নি। মাদকের কারবারিদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন নিরাপত্তারক্ষীরা। তবে, নৌসেনা ও নারকোটিক ব্যুরোর (NCB) যৌথ অভিযানে পোরবন্দরের একটি জাহাজ থেকে উদ্ধার হয়েছে ৩৩০০ কিলো মাদক। যার আনুমানিক মূল্য ২২ হাজার কোটি টাকা। মাদক পাচারের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা সকলে পাকিস্তানের নাগরিক বলে ভারতীয় নৌসেনা সূত্রে খবর।
নৌ সেনা সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার ওই জাহাজটি থেকে যে বিপুল পরিমান মাদক উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামাইন এবং ২৫ কেজি মরফিন। আন্তর্জাতিক বাজারে এক কেজি চরসের দাম ৭ কোটি টাকা। অর্থাৎ, ওই জাহাজ থেকে শুধু চরসই উদ্ধার হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকার।
advertisement
#IndianNavy in a coordinated ops with Narcotics Control Bureau, apprehended a suspicious dhow carrying almost 3300Kgs contraband (3089 Kgs Charas, 158 Kgs Methamphetamine 25 Kgs Morphine).
The largest seizure of narcotics, in quantity in recent times.@narcoticsbureau pic.twitter.com/RPvzI1fdLW— SpokespersonNavy (@indiannavy) February 28, 2024
advertisement
advertisement
গোয়েন্দা সূত্রে খবর ছিল, মাদকের বিরাট লেনদেন হতে পারে গুজরাতের পোরবন্দরে। সেই মতোই নজর রাখা হচ্ছিল সেখানে। দেখা মেলে সন্দেহজনক জাহাজটির। সেই জাহাজে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে বিপুল মাদকের ভাণ্ডার।
advertisement
গুজরাতের ‘অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস)’-এর এক আধিকারিক জানিয়েছেন, আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে আরব সাগরে এই অভিযান চালানো হয়েছিল। ভারতীয় সেনার নজরদারি চালানো একটি বিমান পোরবন্দরের কাছে ওই পালতোলা জাহাজটি দেখতে পায়। সেই জাহাজের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় যৌথ অভিযান নামে নৌসেনা এবং এনসিবি। তাতেও মেলে ওই বিপুল পরিমান মাদক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2024 1:38 PM IST