Gujarat drugs seized: ফের গুজরাত, মিলল ২২০০০ কোটির মাদক! চরস, মরফিনে ছড়াছড়ি! ধরা পড়ল কারা?

Last Updated:

Gujarat drugs seized: নৌ সেনা সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার ওই জাহাজটি থেকে যে বিপুল পরিমান মাদক উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামাইন এবং ২৫ কেজি মরফিন।

বিপুল পরিমান ড্রাগ উদ্ধার
বিপুল পরিমান ড্রাগ উদ্ধার
আহমেদাবাদ: ফের গুজরাত। ফের মাদক কাণ্ড। গুজরাত উপকূল দিয়ে ভারতে বিপুল পরিমান মাদক ঢোকানোর চেষ্টা। যদিও সেই চেষ্টা সফল হয়নি। মাদকের কারবারিদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন নিরাপত্তারক্ষীরা। তবে, নৌসেনা ও নারকোটিক ব্যুরোর (NCB) যৌথ অভিযানে পোরবন্দরের একটি জাহাজ থেকে উদ্ধার হয়েছে ৩৩০০ কিলো মাদক। যার আনুমানিক মূল্য ২২ হাজার কোটি টাকা। মাদক পাচারের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা সকলে পাকিস্তানের নাগরিক বলে ভারতীয় নৌসেনা সূত্রে খবর।
নৌ সেনা সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার ওই জাহাজটি থেকে যে বিপুল পরিমান মাদক উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামাইন এবং ২৫ কেজি মরফিন। আন্তর্জাতিক বাজারে এক কেজি চরসের দাম ৭ কোটি টাকা। অর্থাৎ, ওই জাহাজ থেকে শুধু চরসই উদ্ধার হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকার।
advertisement
advertisement
advertisement
গোয়েন্দা সূত্রে খবর ছিল, মাদকের বিরাট লেনদেন হতে পারে গুজরাতের পোরবন্দরে। সেই মতোই নজর রাখা হচ্ছিল সেখানে। দেখা মেলে সন্দেহজনক জাহাজটির। সেই জাহাজে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে বিপুল মাদকের ভাণ্ডার।
advertisement
গুজরাতের ‘অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস)’-এর এক আধিকারিক জানিয়েছেন, আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে আরব সাগরে এই অভিযান চালানো হয়েছিল। ভারতীয় সেনার নজরদারি চালানো একটি বিমান পোরবন্দরের কাছে ওই পালতোলা জাহাজটি দেখতে পায়। সেই জাহাজের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় যৌথ অভিযান নামে নৌসেনা এবং এনসিবি। তাতেও মেলে ওই বিপুল পরিমান মাদক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat drugs seized: ফের গুজরাত, মিলল ২২০০০ কোটির মাদক! চরস, মরফিনে ছড়াছড়ি! ধরা পড়ল কারা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement