১ এপ্রিল চালু হচ্ছে না জিএসটি
Last Updated:
কেন্দ্র ও রাজ্য তরজায় আপাতত চালু হচ্ছে না অভিন্ন পণ্য কর ব্যবস্থা অর্থাৎ GST ৷
#নয়াদিল্লি: কেন্দ্র ও রাজ্য তরজায় আপাতত চালু হচ্ছে না অভিন্ন পণ্য কর ব্যবস্থা অর্থাৎ GST ৷ পয়লা এপ্রিল জিএসটি ব্যবস্থা চালু হচ্ছে না বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
রাজ্যের ক্ষতিপূরণ এবং কর জমার সময়সীমা নিয়ে কেন্দ্র ও রাজ্য বৈঠকে কোনও চুড়ান্ত সিদ্ধান্ত বের হয়নি ৷ একইসঙ্গে রাজ্যের করভার নিয়েও বেশ কিছু রাজ্যের সঙ্গে এখনও কেন্দ্রের মতানৈক্য অব্যাহত ৷ এমতাবস্থায় GST অর্থাৎ অভিন্ন করব্যবস্থা শুরু করা সম্ভব নয় বুঝেই পিছু হটল কেন্দ্র ৷
কেন্দ্র ও রাজ্য তরজার প্রধান বিষয়টি হল, দেড় কোটির বেশি রাজস্ব ভাগ ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন জানান, এই ক্যাটোগরির ৯০ শতাংশ পরিচালন করবে রাজ্য, বাকিটুকু কেন্দ্র ৷ এই রাজস্ব আয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ৫০:৫০ ভাগে বন্টিত হবে ৷
advertisement
advertisement
দেশজুড়ে অভিন্ন করব্যবস্থা চালুর লক্ষ্যে তৈরি হয় Goods and service tax ৷ আলাদা আলাদা একগুচ্ছ কর নয়, সব পণ্য কিনতে ও পরিষেবা পেতে দিতে হবে একটাই কর।
পয়লা এপ্রিল থেকে না হলেও, কেন্দ্র ও রাজ্যের মধ্যের সমস্ত সমস্যা মিটিয়ে ১ জুলাই থেকে জিএসটি চালুর সম্ভাবনার কথা জানিয়ে রাখলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ তবে তার আগে কাটাতে হবে জট ৷
advertisement
ক্রেতাকে একটি পণ্য কিনতে বা পরিষেবা নিতে বর্তমানে একাধিক ট্যাক্স বা কর দিতে হয়। পরিষেবা কর, উৎপাদন শুল্কের মতো কিছু কর নেয় কেন্দ্র। রাজ্যগুলি নেয় সেলস ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, ভ্যাটের মতো কর। আলাদাভাবে না নিয়ে, এক ছাতার তলায় সব করকে আনতেই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা পণ্য ও পরিষেবা করের জন্ম। অর্থাৎ, ক্রেতা একটি পণ্য কিনলে বা পরিষেবা নিতে চাইলে যে একটিমাত্র কর দেবেন, সেটাই জিএসটি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2017 7:12 PM IST