Bone Marrow Incident: খাসির মাংসে রসালো নল্লি নেই! ব্যস, এই ‘অপরাধ’-এ ভয়ঙ্কর কাণ্ড ঘটাল বরপক্ষ, বিশ্বাস হবে না শুনে

Last Updated:

Bone Marrow Incident: তেলেঙ্গনায় এমন এক ঘটনা ঘটল, যা শুনে তাজ্জব বনে গেল গোটা দেশ। আর এই ঘটনার সঙ্গে মিল রয়েছে সদ্য মুক্তিরপ্রাপ্ত তেলুগু ছবি ‘বালাগাম’-এর এক জনপ্রিয় দৃশ্যের।

খাসিতে রসালো নল্লি নেই! এই ‘অপরাধ’-এ ভয়ঙ্কর কাণ্ড বরপক্ষের, বিশ্বাস হবে না শুনে
খাসিতে রসালো নল্লি নেই! এই ‘অপরাধ’-এ ভয়ঙ্কর কাণ্ড বরপক্ষের, বিশ্বাস হবে না শুনে
নিজামাবাদ: সারা পৃথিবী জুড়ে ক্রমাগত ঘটে চলেছে আজব কিছু ঘটনা। তার অধিকাংশই তথাকথিত যুক্তিবাদী মানবজাতের কাণ্ড। এবারও তেলেঙ্গনায় এমন এক ঘটনা ঘটল, যা শুনে তাজ্জব বনে গেল গোটা দেশ। আর এই ঘটনার সঙ্গে মিল রয়েছে সদ্য মুক্তিরপ্রাপ্ত তেলুগু ছবি ‘বালাগাম’-এর এক জনপ্রিয় দৃশ্যের।
ছবির সেই দৃশ্যে দেখা গিয়েছে, এক বিয়েবাড়ির খাবার পাতে খাসির মাংসে রসালো নল্লি না পেয়ে ঝামেলা পাকে বর-কনের পরিবারের মধ্যে। বরের ভাই এই ঘটনা নিয়ে এমন শোরগোল তোলেন যে শেষমেশ বিয়ে ভেঙে যায়। এবার এরকমই ঘটনা পর্দার বাইরে, বাস্তবে ঘটল সেই রাজ্যেই।
advertisement
নিজামাবাদের কনের সঙ্গে জাগতিয়াল জেলার বরের বিয়ে ঠিক হয়েছে। কিছু দিন আগে বাগদান সেরেছিলেন তাঁরা। দুই পরিবারই সিদ্ধান্ত নেয়, বিলাসবহুল আয়োজনে বিয়ে দেওয়া হবে তাঁদের। আমিষ পদই রাখার কথা হয় বিয়েবাড়ির মেন্যুতে। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ ছন্দপতন।
advertisement
খেতে বসে এক অতিথি লক্ষ করেন, পাতে খাসির মাংস পরিবেশন করা হলেও তাতে রসালো নল্লি নেই। কনের বাড়ি থেকে বলা হয়, অস্থিমজ্জা পরিবেশন করতে চাননি তাঁরা। ব্যস, এরপরই বিবাদ বাঁধে দুই পরিবারে। শেষমেশ বিয়েটাই ভেঙে গেল বর-কনের। তবে এই ঘটনার জল গড়িয়েছে থানা পর্যন্ত। পুলিশ এসে বরের বাড়ির সদস্যদের সমঝোতা করে নেওয়ার জন্য বোঝায়। কিন্তু বরের বাড়ির বক্তব্য, মেয়ের বাড়ির লোকেরা তাঁদের অসম্মান করেছে রসালো নল্লি পরিবেশন না করে।
advertisement
কোনও ভাবেই সম্পর্ক জোড়া লাগানো যায়নি। পুলিশ-সহ সকলেই অবাক হয়ে গিয়েছে বিয়ে ভাঙার কারণ শুনে। মণ্ডপ থেকে যে যার মতো বাড়ি ফিরে গিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Bone Marrow Incident: খাসির মাংসে রসালো নল্লি নেই! ব্যস, এই ‘অপরাধ’-এ ভয়ঙ্কর কাণ্ড ঘটাল বরপক্ষ, বিশ্বাস হবে না শুনে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement