ছোট্ট নাতনিকে দিনের পর দিন যৌন নির্যাতন করত 'পুলিশকর্মী' দাদু
Last Updated:
#হাওড়া, বালি: দিন দিন সমাজ কোন অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছে ? উত্তর বোধহয় কারও কাছেই নেই! আর তাই, ফুটফুটে একটি মেয়েকে দিনের পর দিন, অসহ্য ব্যধা, যন্ত্রণা সহ্য করে যৌন হেনস্থার শিকার হতে হয়! এবং সবথেকে মর্মান্তিক, ঘৃণ্য বিষয়, মেয়েটির উপর দিনের পর দিন অকথ্য অত্যাচার চালান আর কেউ নন, তার নিজের দাদু!
বাচ্চা মেয়েটির কাছে 'দাদু' কথাটার সমার্থক শব্দ আজ আর স্নেহ, মায়া, আদর, আবদার নয়! তার কাছে 'দাদু' মানে আতঙ্ক! একসময়ে আর অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে স্কুলের বন্ধুদের বিষয়টি জানিয়ে ফেলে। বন্ধুরা তা জানায় স্কুলের শিক্ষিকাকে স্কুলের তরফে তার পরিবারকে সব জানালেও, প্রাথমিক পর্যায় বৃদ্ধের বিরুদ্ধে কেউ মুখ খোলেননি।
advertisement
এরপর, স্কুল বালি থানায় বিষয়টি জানায়। থানার আধিকারিকরা স্কুলে গিয়ে ছাত্রীর সঙ্গে কথা বলেন। স্কুলে ডেকে পাঠানো হয় ছাত্রীর মা-কে। তাঁর মেয়ের উপর যে তাঁর বাবা যৌন অত্যাচার চালাতেন এবং সেকথা যে তিনি জানতেন, একথা স্বীকার করে নেন মহিলা। তিনি এও জানান, পুলিশে অভিযোগ জানাতে সাহস পাননি কারণ, বাবা নিজে একজন পুলিশকর্মী।
advertisement
advertisement
অবশেষে, বালি থানায় নিজের বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2018 10:43 AM IST