৩ জনের নাম চূড়ান্ত ! শীঘ্রই CBI প্রধানের নাম ঘোষণা করবে কেন্দ্র
Last Updated:
#নয়াদিল্লি: দেশের পরবর্তী সিবিআই প্রধান কে হবে ? খুব শীঘ্রই নাম ঘোষণা করতে চলেছে কেন্দ্র ৷
সিবিআই প্রধানের নাম চূড়ান্ত করা নিয়ে দফায় দফায় বৈঠক করছে উচ্চক্ষমতা সম্পন্ন তিন সদস্যের সিলেক্ট কমিটি ৷ শুক্রবার সন্ধেতে বৈঠকের পর বেশ কয়েকটি নাম চূড়ান্ত করে এই কমিটি ৷ কিন্তু সেই তালিকা নিয়ে আপত্তি জানান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে ৷ ৩ জন সদস্যের সিলেক্ট কমিটির মধ্যে রয়েছেন মল্লিকার্জুন ৷
সিবিআই প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন ১৯৮৪ সালের আইপিএস অফিসার ব্যাচের জাভেদ আহমেদ, রজনী কান্ত মিশ্র, এস এস দেসওয়াল ৷
advertisement
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর ! হাতজোড় করে প্রাণভিক্ষা স্বত্ত্বেও মিলল না রেহাই, তরুণীকে গুলি করে মারল সন্ত্রাসবাদীরা
সরকারি আধিকারিক সূত্রে খবর, দফায় দফায় বেশ কিছু বৈঠক হলেও সিদ্ধান্ত নিতে বারবার ব্যর্থ হচ্ছে সিলেক্ট কমিটি ৷ কারণ সিবিআই বিতর্কের জেরে সংস্থার ভাবমূর্তি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে ৷ তাই কীভাবে সংস্থার ভাবমূর্তি ফিরিয়ে আনা যায়, কাকে সংস্থার সর্বোচ্চ পদের আসনে বসানো যায় ৷ সেই নিয়ে সিলেক্ট কমিটির অন্দরেই চলছে জোর তর্ক-বিতর্ক ৷ শুক্রবার সিলেক্ট কমিটির এক সদস্যের প্রস্তাবিত নামের সঙ্গে সহমত হতে পারেননি দলের অন্য দুই সদস্য ৷
advertisement
গত ১০ জানুয়ারি সিবিআই প্রধানের পদ থেকে পদত্যাগ করেন অলোক ভার্মা ৷ এরপর এম নাগেশ্বর রাও-কে অন্তর্বর্তীকালীন সিবিআই প্রধান হিসেবে নিয়োগ করা হয় ৷
Location :
First Published :
February 02, 2019 9:41 AM IST