বাবা-মা অথবা আধ্যাত্মিক গুরুর নাম থাকলেই মিলবে পাসপোর্ট

Last Updated:

পাসপোর্ট পাওয়ার নিয়মবিধিতে যুগান্তকারী পরিবর্তন আনল কেন্দ্র। এখন থেকে পাসপোর্ট পেতে বার্থ সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক নয়।

#নয়াদিল্লি: পাসপোর্ট পাওয়ার নিয়মবিধিতে যুগান্তকারী পরিবর্তন আনল কেন্দ্র। এখন থেকে পাসপোর্ট পেতে বার্থ সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক নয়। ভোটার কার্ড, রেশন কার্ড, আধারের মতো যে অন্য যেকোনও পরিচয়পত্র দিয়েই পাসপোর্টের আবেদন করা যাবে।
একইসঙ্গে সিঙ্গল পেরেন্টরাও এবার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ৷ পাসপোর্টে সন্তানের মা অথবা বাবা যেকোনও একজনের নাম থাকলেই চলবে ৷ যদিও দিল্লি হাইকোর্ট একটি মামলার রায়ে আগেই এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছিল যে, পাসপোর্টে বাবা বা মা যেকোনও একজনের নাম থাকলেই মান্যতা দেওয়া হবে ৷ কিন্তু তা সত্ত্বেও সিঙ্গল পেরেন্টরা পাসপোর্টের আবেদন করার পর হয়রানির মুখোমুখি হচ্ছিলেন ৷
advertisement
বিবাহিতদের জন্য ম্যারেজ সার্টিফিকেট আর বাধ্যতামূলক নয়। জন্ম তারিখ প্রমাণপত্র হিসাবে জমা দেওয়া যাবে আধার কার্ড ও ই-আধার।
advertisement
১৯৮০ সালের পাসপোর্ট আইনে আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হল, হিন্দু সাধু-সন্ন্যাসীরা যদি পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে তারা বাবা বা মায়ের নামের পরিবর্তে এখন থেকে অভিভাবক হিসেবে আধ্যাত্মিক গুরুর নামও দিতে পারবে ৷
advertisement
নতুন এই সিদ্ধান্তে উপকৃত হবেন বহু মানুষ। এতে পাসপোর্টের আবেদনের সংখ্যাও বাড়বে বলে আশা কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাবা-মা অথবা আধ্যাত্মিক গুরুর নাম থাকলেই মিলবে পাসপোর্ট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement