#নয়াদিল্লি: পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যপাল-রাজ্য সংঘাতের নয়া রূপ ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ রাজ্যে পুরভোটের ঠিক আগে অমিত শাহ-জগদীপ ধনখড় বৈঠক ৷ ফের সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জগদীপ ধনখড় ৷এরপরই রাজনৈতিক মহলে জল্পনা, তবে কি এবার রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ?
রাজ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট রাজ্যপালের। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর এটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম বৈঠক। বৈঠকের পর রাজ্যপালের ট্যুইট, সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে ইতিবাচক বৈঠক। আধঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়েছে। রাজ্য প্রশাসন পরিচালনা সম্পর্কে বিভিন্ন জটিল ও উদ্বেগজনক বিষয়ে কাজের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Had more than half an hour productive meeting with the Union Home Minister Amit Shah at his Parliament House. Apprised the Union Minister about my perspective on various critical and worrisome facets of governance in the State of West Bengal. pic.twitter.com/UdIjUSmYjm
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 6, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah Shankhar Meet, CM Mamata Banerjee, Governor Jagdeep Dhankhar, Governor-State Government tussle, Jagdeep Dhankhar, Mamata Banerjee, RSS