হোম /খবর /দেশ /
‘রাজ্যের পরিস্থিতি জটিল ও উদ্বেগজনক’, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ রাজ্যপালের

‘রাজ্যের পরিস্থিতি জটিল ও উদ্বেগজনক’, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনখড়ের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যপাল-রাজ্য সংঘাতের নয়া রূপ ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ রাজ্যে পুরভোটের ঠিক আগে অমিত শাহ-জগদীপ ধনখড় বৈঠক ৷ ফের সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জগদীপ ধনখড় ৷এরপরই রাজনৈতিক মহলে জল্পনা, তবে কি এবার রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ?

রাজ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট রাজ্যপালের। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর এটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম বৈঠক।  বৈঠকের পর রাজ্যপালের ট্যুইট, সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে ইতিবাচক বৈঠক। আধঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়েছে। রাজ্য প্রশাসন পরিচালনা সম্পর্কে বিভিন্ন জটিল ও উদ্বেগজনক বিষয়ে কাজের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠকে যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঘটনা সহ সাম্প্রতিক বাজেট বক্তৃতা ইস্যুও উঠে আসে রাজ্যপালের মুখে ৷ তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ ও উদ্বেগজনক ৷ অভ্যন্তরীণ অস্থিরতার সমতুল ৷ রাজ্যে আমি এরকম বহু ঘটনার সাক্ষী ৷ একইসঙ্গে অমিত শাহকে ধনখড় বলেন, ‘গণতান্ত্রিকভাবে সরকার চালানোর পরিপন্থী’ ৷পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে সাত মাস। এই ক’মাসে বার বার দেখা গিয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। তৃণমূলের দাবি, নিজের এক্তিয়ার ভুলে, গেরুয়া শিবিরের সুরে কথা বলছেন রাজ্যপাল। পালটা রাজ্যপাল বার বার দাবি করেছেন, তিনি লক্ষণ রেখা মেনেই কাজ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপাল ধনখড়ের এমন রিপোর্টের পর রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
Published by:Elina Datta
First published:

Tags: Amit Shah Shankhar Meet, CM Mamata Banerjee, Governor Jagdeep Dhankhar, Governor-State Government tussle, Jagdeep Dhankhar, Mamata Banerjee, RSS