জেলায় জেলায় বিনামূল্যে মিলবে কন্ডোম

Last Updated:

জেলায় জেলায় বিনামূল্যে মিলবে কন্ডোম

#নয়াদিল্লি: দেশের জন্মহার নিয়ন্ত্রণ করতে নয়া উদ্যোগ কেন্দ্রের ৷ ভারতে বেকারত্ব, দারিদ্রের পাশাপাশি জনবিস্ফোরণ বরাবরই একটি বড় সমস্যা ৷ বিশেষজ্ঞদের মতে, ভারতের বাকি সমস্যার পিছনের মূল কারণ হল অধিক জনসংখ্যা ৷ ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা ১২১ কোটির মাপকাঠি পার করে গিয়েছে ৷
অ্যানালিসিস রিপোর্টে দেখা গিয়েছে, ভারতের বেশ কিছু অঞ্চলে জন্মহার সরকারের পরিবার পরিকল্পনার নিয়মকে হাওয়ায় উড়িয়ে অনিয়ন্ত্রিতভাবে এগিয়ে চলেছে ৷ এই জন্মহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিবার পরিকল্পনা, গর্ভনিরোধক বড়ি ছাড়াও নয়া উদ্যোগ নিয়েছে ভারত সরকার ৷ এবার রাজ্যে রাজ্যে জেলায় জেলায় বিনামূল্যে কন্ডোম
জনসংখ্যা ও জন্মহারের সমীক্ষা রিপোর্ট থেকে প্রাথমিকভাবে বিভিন্ন রাজ্যের ১৪৬টি জেলাকে শনাক্ত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, যেখানে জন্মহার অস্বাভাবিক ভাবে বেশি ৷ এই বাছাই করা জেলাগুলিতেই বিনামূল্যে কন্ডোম বিতরণ করা হবে ৷ এই পরিকল্পনা মিশন পরিবার বিকাশ প্রজেক্টের অন্তর্গত ৷
advertisement
advertisement
এই মধ্যে রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসামের মতো সাতটি অধিক জনসংখ্যা অধ্যুষিত রাজ্যের বিভিন্ন এলাকা ৷ ভারতের গড় জন্মহার ২.১, সেখানে এই রাজ্যগুলিতে পরিবার প্রতি জন্মহার ৩ বা তারও বেশি ৷ রিপোর্ট অনুযায়ী এই সাতটি রাজ্যের মোট জনসংখ্যা গোটা দেশের বাসিন্দা সংখ্যার প্রায় ২৮ শতাংশ ৷ এই অধিক জনঅধ্যুষিত রাজ্যগুলির জন্মহার নিয়ন্ত্রণেই বিনামূল্যে কন্ডোম দেওয়ার পরিকল্পনা করেছে স্বাস্থ্য মন্ত্রক ৷
advertisement
এই পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জানান, মিশন পরিবার বিকাশ প্রজেক্ট শুরু করার মূল লক্ষ্যই হল দেশের সবচেয়ে জনবহুল রাজ্যগুলির জন্মহার নিয়ন্ত্রন করা। প্রাথমিকভাবে মোট ১৪৬টি জেলাকে শনাক্ত করা হয়েছে ৷
advertisement
মন্ত্রক সূত্রে খবর, এই ১৪৬টি জেলার সরকারি স্বাস্থ্য দফতর এবং গ্রাম পঞ্চায়েত ভবনে কন্ডোমের বাক্স পাঠাবে কেন্দ্র ৷ সেখান থেকেই বিনামূল্যে দেওয়া হবে কন্ডোম ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জেলায় জেলায় বিনামূল্যে মিলবে কন্ডোম
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement