গ্রামোন্নয়নে মোদির ডিজিটাল স্বাক্ষরতা

Last Updated:

সোমবার সংসদে পেশ হল সাধারণ বাজেট ২০১৬ ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি-র পেশ করা বাজেটে মূল ফোকাসে ছিল গ্রামোন্নয়ন ৷ আর সেই গ্রামোন্নয়ের তাগিদেই এবার দেশের সমস্ত গ্রামে পৌঁছে যাবে ডিজিটাল স্বাক্ষরতা ৷

#নয়াদিল্লি: সোমবার সংসদে পেশ হল সাধারণ বাজেট ২০১৬ ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি-র পেশ করা বাজেটে মূল ফোকাসে ছিল গ্রামোন্নয়ন ৷ আর সেই গ্রামোন্নয়ের তাগিদেই এবার দেশের সমস্ত গ্রামে পৌঁছে যাবে ডিজিটাল স্বাক্ষরতা ৷ সংসদে অরুণ জেটলি এদিন জানান, ‘আমাদের সরকার এবার দেশের সমস্ত গ্রামে ডিজিটাল স্বাক্ষরতা অভিযান শুরু করার পরিকল্পনা নিয়েছে ৷ আগামী তিন বছরে প্রায় ছ’কোটি বাড়িতে ডিজিটাল পরিষেবা দেওয়ার বন্দোবস্তও করবে এই সরকার ৷ এই ডিজিটাল স্বাক্ষরতা কম্পিউটার, ট্যাবলেট, স্মার্ট ফোন ও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে ৷’
মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’র স্বপ্ন শুধু পরিকল্পনাতেই নয় ৷ তার আভাস পাওয়া গেল, বাজেট পেশ অধিবেশনেও ৷ বাজেট শেষে, বাজেটের তথ্যদি সংসদে বসে থাকা সব মন্ত্রী ও সাংবাদিকদের হাতে পৌঁছে গেল ই-মেলের মধ্যে দিয়ে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
গ্রামোন্নয়নে মোদির ডিজিটাল স্বাক্ষরতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement