গ্রামোন্নয়নে মোদির ডিজিটাল স্বাক্ষরতা
Last Updated:
সোমবার সংসদে পেশ হল সাধারণ বাজেট ২০১৬ ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি-র পেশ করা বাজেটে মূল ফোকাসে ছিল গ্রামোন্নয়ন ৷ আর সেই গ্রামোন্নয়ের তাগিদেই এবার দেশের সমস্ত গ্রামে পৌঁছে যাবে ডিজিটাল স্বাক্ষরতা ৷
#নয়াদিল্লি: সোমবার সংসদে পেশ হল সাধারণ বাজেট ২০১৬ ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি-র পেশ করা বাজেটে মূল ফোকাসে ছিল গ্রামোন্নয়ন ৷ আর সেই গ্রামোন্নয়ের তাগিদেই এবার দেশের সমস্ত গ্রামে পৌঁছে যাবে ডিজিটাল স্বাক্ষরতা ৷ সংসদে অরুণ জেটলি এদিন জানান, ‘আমাদের সরকার এবার দেশের সমস্ত গ্রামে ডিজিটাল স্বাক্ষরতা অভিযান শুরু করার পরিকল্পনা নিয়েছে ৷ আগামী তিন বছরে প্রায় ছ’কোটি বাড়িতে ডিজিটাল পরিষেবা দেওয়ার বন্দোবস্তও করবে এই সরকার ৷ এই ডিজিটাল স্বাক্ষরতা কম্পিউটার, ট্যাবলেট, স্মার্ট ফোন ও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে ৷’
মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’র স্বপ্ন শুধু পরিকল্পনাতেই নয় ৷ তার আভাস পাওয়া গেল, বাজেট পেশ অধিবেশনেও ৷ বাজেট শেষে, বাজেটের তথ্যদি সংসদে বসে থাকা সব মন্ত্রী ও সাংবাদিকদের হাতে পৌঁছে গেল ই-মেলের মধ্যে দিয়ে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 29, 2016 7:02 PM IST