এবার থেকে এসএমএসে মিলবে পেনশনের তথ্য

Last Updated:

সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর ৷ প্রায় ১১.৬১ লাখ সরকারি পেনশনভোগী এবার এসএমএসের মাধ্যমেই পেনশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবে ৷

#নয়াদিল্লি: সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর ৷ প্রায় ১১.৬১ লাখ সরকারি পেনশনভোগী এবার এসএমএসের মাধ্যমেই পেনশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবে ৷ একইসঙ্গে অনলাইনে কোনও হয়রানি ছাড়াই পেনশনের রসিদের প্রিন্ট আউটও নিতে পারবেন প্রবীণ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা ৷
পেনশন তুলতে গিয়ে বা পেনশনের স্ট্যাটাস জানতে সমস্যার মুখোমুখি হন বহু প্রবীণ ৷ সেই সমস্যা সমাধানের জন্যই বুধবার একটি অনলাইন পোর্টালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
http://www.cpao.nic.in এই ওয়েবসাইটে লগ ইন করে নিজের PPO নম্বর দিলেই পেনশনের বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনপ্রাপ্তদের পরিবার ৷ এছাড়াও পেনশনপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীরাও এই পদ্ধতিতে পেনশনের তথ্য জানতে পারবেন ৷ ওই ওয়েবসাইটে নিজের পেনশন প্রোফাইল নির্দিষ্ট মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত করলেই এসএমএস-এর মাধ্যমে পেনশনের তথ্য পাওয়া যাবে ৷
advertisement
advertisement
অর্থমন্ত্রী জানান, ‘কেউ যাতে হয়রানির মুখোমুখি না হয় সেটাই আমাদের লক্ষ্য ৷ বিশেষত অবসরপ্রাপ্ত প্রবীণেরা ৷ পেনশন থেকেই তাদের বাকি জীবনের খরচ চলে, তাই পেনশন তুলতে গিয়ে কোনও সমস্যা যাতে না হয় তাই নিশ্চিত করতে চাই সরকার ৷’
এই ওয়েবসাইটে পেনশনভোগীদের মতামত দেওয়ার জন্যেও একটি অপশন রাখা হয়েছে ৷ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট এম জে জোসেফের মতে, এই ব্যবস্থার ফলে পেনশন পরিষেবায় স্বচ্ছতা আসবে ৷
advertisement
পেনশন পরিষেবার ক্ষেত্রে সরকারি তরফে এই ওয়েবসাইটটি একটি বড় উদ্যোগ ৷ ২০১৫-১৬-তে CPAO-এর কাছে পেনশন সংক্রান্ত ৬০,২১১ টি অভিযোগ জমা পড়েছিল ৷ শেষ অর্থবর্ষে সরকারের পেনশন বাজেট ছিল ৩২,০৭০ কোটি টাকা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার থেকে এসএমএসে মিলবে পেনশনের তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement