আর বিদ্যুতের বিল দেওয়া যাবে না নগদ টাকায় !

Last Updated:

নগদে আর নয় বিদ্যুতের বিল ৷ সম্প্রতি সমস্ত রাজ্যকে ধীরে ধীরে নগদে বিদ্যুতের বিল নেওয়া বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: ক্যাশলেস ইকোনমি গড়ার জন্য এর আগে বহু নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে ৷ এবার আরও একটি নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার ৷ নগদে আর নয় বিদ্যুতের বিল ৷ সম্প্রতি সমস্ত রাজ্যকে ধীরে ধীরে নগদে বিদ্যুতের বিল নেওয়া বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ কেবল ডিজিটাল পেমেন্টের মাধ্যমেই যেন ইলেকট্রিসিটি বিল দেওয়া হয় ৷
নোট বাতিলের পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক ৷ এর মধ্যে ডিজিটাল লেনদেন জারি রাখতে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিবিউটারদের জানানো হয়েছে যে ভবিষ্যতে যাতে নগদে আর ইলেকট্রিক বিলের টাকা না নেওয়া হয় ৷ প্রথমে শহরে এই নিয়ম চালু করা হবে ৷ পরে তা বিভিন্ন গ্রামাঞ্চলেও এই নিয়ম চালু করা হবে ৷
advertisement
পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল ২০১৬ থেকে মার্চ ২০১৭ পর্যন্ত ১১৩৪৬৩১ মিলিয়ন ইউনিট  ইলেকট্রিসিটি বিভিন্ন রাজ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে ৷ বর্তমানে শহরাঞ্চলের ১২.৪ শতাংশ মানুষই ডিজিটাল পেমেন্ট করে থাকেন।  এবার থেকে ই-পেমেন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বিদ্যুতের বিল মেটাতে পারবে গ্রাহকরা ৷ এতে গ্রাহক ও ডিস্ট্রিবিউটার দু-পক্ষেরই সুবিধা হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আর বিদ্যুতের বিল দেওয়া যাবে না নগদ টাকায় !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement