প্রতিরক্ষায় FDI বেড়ে ৭৪ শতাংশ, তবে মানতে হবে 'জাতীয় নিরাপত্তা' শর্ত

Last Updated:

প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের যে চারটি শর্তের কথা বলা আছে, তার সঙ্গে অতিরিক্ত শর্ত হিসেবে জাতীয় নিরাপত্তার বিষয়টি যোগ করা হয়েছে৷

#নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে ৭৪ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু তার সঙ্গে জোড়া হয়েছে 'জাতীয় নিরাপত্তার' শর্ত৷ জাতীয় নিরাপত্তায় প্রভাব পড়তে পারে, এমন বিনিয়োগ প্রস্তাবে ছাড় দেবে না কেন্দ্র৷ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নীতিগত সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে৷ তবে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের প্রস্তাব মেনে নিয়ে জাতীয় নিরাপত্তার শর্তটি জোড়া হয়েছে৷
নতুন শর্ত অনুযায়ী, 'প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগে তা জাতীয় নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ কিনা তা খতিয়ে দেখেই ছাড়পত্র দেওয়া হবে৷ জাতীয় নিরাপত্তার উপর প্রভাব পড়তে পারে, প্রতিরক্ষা ক্ষেত্রে এমন বিনিয়োগের প্রস্তাবে ছাড়পত্র দেবে না কেন্দ্রীয় সরকার৷'
বর্তমান নীতি অনুযায়ী, প্রতিরক্ষা ক্ষেত্রে ৪৯ শতাংশের উপরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সরকারের মাধ্যমেই করা যেতে পারে৷
advertisement
advertisement
প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের যে চারটি শর্তের কথা বলা আছে, তার সঙ্গে অতিরিক্ত শর্ত হিসেবে জাতীয় নিরাপত্তার বিষয়টি যোগ করা হয়েছে৷
দেশে উৎপাদন শিল্পকে চাঙ্গা করতে প্রতিরক্ষা ক্ষেত্রকে ব্যবহার করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ ২০২৫ সালে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে লেনদেনের পরিমাণ ১.৭৫ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়া এবং ৩৫০০০ হাজার কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার৷
advertisement
প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিনিয়োগের জন্য আরও উদার নীতি নিয়ে এসে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী বিদেশি সংস্থাগুলিকে ভারতে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র৷ পাশাপাশি বেসরকারি ক্ষেত্রকেও প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিরক্ষায় FDI বেড়ে ৭৪ শতাংশ, তবে মানতে হবে 'জাতীয় নিরাপত্তা' শর্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement