প্রতিরক্ষায় FDI বেড়ে ৭৪ শতাংশ, তবে মানতে হবে 'জাতীয় নিরাপত্তা' শর্ত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের যে চারটি শর্তের কথা বলা আছে, তার সঙ্গে অতিরিক্ত শর্ত হিসেবে জাতীয় নিরাপত্তার বিষয়টি যোগ করা হয়েছে৷
#নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে ৭৪ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু তার সঙ্গে জোড়া হয়েছে 'জাতীয় নিরাপত্তার' শর্ত৷ জাতীয় নিরাপত্তায় প্রভাব পড়তে পারে, এমন বিনিয়োগ প্রস্তাবে ছাড় দেবে না কেন্দ্র৷ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নীতিগত সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে৷ তবে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের প্রস্তাব মেনে নিয়ে জাতীয় নিরাপত্তার শর্তটি জোড়া হয়েছে৷
নতুন শর্ত অনুযায়ী, 'প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগে তা জাতীয় নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ কিনা তা খতিয়ে দেখেই ছাড়পত্র দেওয়া হবে৷ জাতীয় নিরাপত্তার উপর প্রভাব পড়তে পারে, প্রতিরক্ষা ক্ষেত্রে এমন বিনিয়োগের প্রস্তাবে ছাড়পত্র দেবে না কেন্দ্রীয় সরকার৷'
বর্তমান নীতি অনুযায়ী, প্রতিরক্ষা ক্ষেত্রে ৪৯ শতাংশের উপরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সরকারের মাধ্যমেই করা যেতে পারে৷
advertisement
advertisement
প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের যে চারটি শর্তের কথা বলা আছে, তার সঙ্গে অতিরিক্ত শর্ত হিসেবে জাতীয় নিরাপত্তার বিষয়টি যোগ করা হয়েছে৷
দেশে উৎপাদন শিল্পকে চাঙ্গা করতে প্রতিরক্ষা ক্ষেত্রকে ব্যবহার করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ ২০২৫ সালে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে লেনদেনের পরিমাণ ১.৭৫ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়া এবং ৩৫০০০ হাজার কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার৷
advertisement
প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিনিয়োগের জন্য আরও উদার নীতি নিয়ে এসে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী বিদেশি সংস্থাগুলিকে ভারতে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র৷ পাশাপাশি বেসরকারি ক্ষেত্রকেও প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2020 6:31 PM IST