ভোট প্রচারের সমস্ত বিজ্ঞাপনে থাকবে Google-এর নজরদারি !
Last Updated:
নির্বাচন নিয়ে কোনভাবেই ওনলাইনে গুজব ছড়ানো যাবে না, বিজ্ঞাপনেও প্রচার করা যাবে না কোন অসত্য তথ্য ৷ সেই কারণেই এমন সিদ্ধান্ত গুগুল ইন্ডিয়ার ৷
#নয়াদিল্লি: ২০১৯-র লোকসভা নির্বাচন আসন্ন ৷ তার আগেই রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে সতর্ক হল Google ইন্ডিয়া ৷ কে, কোথায়, কত টাকা বিজ্ঞাপনে ঢালছে তার নজরদারি হবে জবরদস্ত ৷ শুধু তাই নয়, রাজনৈতিক বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়মও মানা হবে ৷ এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল, প্রতিটি বিজ্ঞাপনে নির্বাচন কমিশনের প্রি-সার্টিফিকেট থাকতে হবে ৷ অর্থাৎ নির্বাচন কমিশনের ছাড়পত্র না পেলে কোন বিজ্ঞাপনই যে গুগুল তাদের সোশ্যাল মিডিয়ায় চালাবে না, সেটা স্পষ্ট করা হয়েছে ৷
বিজ্ঞাপনদাতাদের নথি পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে ১৪ই ফেব্রুয়ারি ৷ ২০শে ফেব্রুয়ারি থেকে নিজেদের প্ল্যাটফর্মে এই নীতি চালু করে দেবে গুগুল ইন্ডিয়া ৷ এছাড়া নির্দিষ্টিভাবে ভারতের লোকসভা ভিত্তিক একটি পলিটিক্যাল অ্যাডভার্টাইজিং ট্রান্সপারেন্সি এবং পলিটিক্যাল অ্যাডস লাইব্রেরি শুরু করবে গুগুল ইন্ডিয়া ৷ রাজনৈতিক বিজ্ঞাপনে সচ্ছ্বতা আনতেই এই নীতিগুলিকে আনছে আর্ন্তজাতিক এই সংস্থা ৷
advertisement
প্রচলিত মিডিয়া যেমন টিভি, রেডি ও খবরের কাগজ ছাড়াও যেতেথু সোশ্যাল মিডিয়াও এক গুরুত্বপূর্ণ অংশ নিতে চলেছে আসন্ন নির্বাচনে, তাই এমন সব সিদ্ধান্ত নিতে চলেছে গুগুল ইন্ডিয়া, জানিয়েছে ভারতে গুগুলের দায়িত্বপ্রাপ্ত চেতন কৃষ্ণস্বামী ৷
advertisement
নির্বাচন নিয়ে কোনভাবেই ওনলাইনে গুজব ছড়ানো যাবে না, বিজ্ঞাপনেও প্রচার করা যাবে না কোন অসত্য তথ্য ৷ সেই কারণেই এমন সিদ্ধান্ত গুগুল ইন্ডিয়ার ৷ যে ব্যক্তি বা দল প্রচারের জন্য বিজ্ঞাপন চালাতে চাইবেন, প্রথমে তাঁর পরিচয় এবং লোকেশন নিশ্চিত করা হবে ৷ একই রকমভাবে ফেসবুকেও চলবে নজরদারি ৷ রাজনৈতিক কোনও বিজ্ঞাপন চলার আগে বিধিবদ্ধ সতর্কীরণ দেওয়া হব ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2019 6:09 PM IST