Train: নিশ্চিন্তে নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছে গেল পণ্যবাহী রেক! জুড়বে কি ভারত বাংলাদেশ?

Last Updated:

কলকাতা থেকে আগরতলা ভায়া বাংলাদেশ। রেল পথে দূরত্ব কমাতে দীর্ঘ দিন ধরেই এই প্রকল্প নিয়ে চলছে আলোচনা।

নিশ্চিন্তে নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছে গেল পণ্যবাহী রেক! জুড়বে কি ভারত-বাংলাদেশ?
নিশ্চিন্তে নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছে গেল পণ্যবাহী রেক! জুড়বে কি ভারত-বাংলাদেশ?
কলকাতা থেকে আগরতলা ভায়া বাংলাদেশ। রেল পথে দূরত্ব কমাতে দীর্ঘ দিন ধরেই এই প্রকল্প নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেই কাজ কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে নানা প্রশ্ন থাকলেও, নিশ্চিন্তপুর টার্মিনাল পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালিয়ে পরীক্ষা সেরে নিল উত্তর পূর্ব সীমান্ত রেল। ঐতিহাসিক মাইল ফলক অর্জন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিশ্চিন্তপুর টার্মিনালে সফলভাবে পৌঁছেছে প্রথম রেক।
ত্রিপুরায় আগরতলার কাছে নিশ্চিন্তপুর টার্মিনালে সর্ব প্রথম বার মালগাড়ি পৌছানোর ক্ষেত্রে সফল হয়ে উল্লেখযোগ্য এক মাইল ফলক অর্জন করল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। গুয়াহাটির কাছে তেতেলিয়ার সাইডিঙে স্টার সিমেন্ট-এর ১১ বিসিএন ওয়াগনের কনসাইনমেন্ট লোড করা হয়েছিল, তা  নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছায়। আগরতলা-আখাউড়া নতুন রেল লিঙ্ক প্রকল্পের অধীনে পণ্যবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে এই অর্জনটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠল।
advertisement
advertisement
রেলওয়ের ঊর্ধ্বতন আধিকারিকগণ সফল ভাবে যৌথ পরিদর্শন সম্পন্ন করেন এবং তারপর আগরতলা-নিশ্চিন্তপুর সেকশনকে পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য মঞ্জুরি দিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব। পণ্যবাহী ট্রেনের জন্য এই টার্মিনাল খুলে যাওয়ার ফলে লামডিং ডিভিশনের জিরানিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ লোকেশনে অবস্থিত গুডস শেডগুলিতে এতদিন ধরে হতে থাকা চাপের বোঝা এবার কমবে।
advertisement
বিকল্প একটি রুটের ব্যবস্থা করার মাধ্যমে এই উদ্যোগ এ অঞ্চলে লজিস্টিক্সের কার্যকারিতা বৃদ্ধি করবে এবং পণ্য পরিবহনে বেশ ভাল রকম মদত পাওয়া যাবে। সেই সঙ্গে, এটি উন্নত রেলওয়ে পরিকাঠামোর মাধ্যমে ট্রানজিট টাইমকে কম করবে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নতিতে সহায়ক হবে।
advertisement
উত্তর পূর্বাঞ্চলে পণ্যবাহী ট্রেনের সংযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য এবং এই অঞ্চলকে অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দায়বদ্ধ। পরিকাঠামোকে উন্নীত করে এবং পরিচালন ব্যবস্থাকে সর্বাত্মক ভাবে উন্নত করে আরও দ্রুত এবং আরও কার্যকরী ভাবে পণ্য পরিবহনকে নিশ্চিত করার প্রয়াস চালানো হচ্ছে। এই উদ্যোগগুলি বাণিজ্যের নেটওয়ার্ককে মজবুত করবে এবং এই অঞ্চলের সামগ্রিক অগ্রগতিতে সহায়ক হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Train: নিশ্চিন্তে নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছে গেল পণ্যবাহী রেক! জুড়বে কি ভারত বাংলাদেশ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement